বুধবার ২৭ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sumit | ১৮ মে ২০২৪ ১০ : ৩৬Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: বিরোধী শিবিরকে জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারি। তিনি বলেন, কোনও সরকারই দেশের সংবিধান পরিবর্তন করতে পারে না। কংগ্রেস যে বারে বারে বিজেপিকে নিশানা করছে তার কোনও বাস্তব ভিত্তি নেই। কংগ্রেস দেশের সংবিধানকে নিয়ে ৮০ বার ছেলেখেলা করেছে। কিন্তু এখন হাত শিবির একেবারেই চুপ। গাডকারি আরও বলেন, সবার সঙ্গে সবার বিকাশ করাই মোদি সরকারের প্রধান কাজ। সেই কাজকেই তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই কাজে নানা ধরণের প্রকল্পকে বাস্তবায়িত করা হচ্ছে। গোটা দেশে একসঙ্গে যেবাবে বিকাশের কাজ চলছে তা দেখে ভীত কংগ্রেস শিবির। তাই তারা বারে বারে সংবিধানের কথা সামনে নিয়ে এসেছে। তবে দেশের মানুষ জানে বিগত ১০ বছরে উন্নতির কথা। তাই ৪ জুন হাত শিবির দেখবে মোদি সরকারের কতটা ক্ষমতা।