সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sumit | ১৬ মে ২০২৪ ১৪ : ৩৫Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফের একবার কটাক্ষ করলেন শরদ পাওয়ার। কৃষকদের অধিকার নিয়ে কয়েকদিন আগেই শরদ পাওয়ারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন তার পাল্টা হিসাবে শরদ পাওয়ার বলেন, যখন তিনি কেন্দ্রীয় কৃষিমন্ত্রী ছিলেন তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি। সেইসময় সেখানে কৃষিতে সমস্যা থাকার সময় তিনি গুজরাটকে সহায়তা করেছিলেন। এখন সেই নরেন্দ্র মোদি যিনি প্রধানমন্ত্রী হিসাবে রয়েছেন তাঁকে কৃষি নিয়ে কটাক্ষ করছেন। শরদ পাওয়ার আরও বলেন, নরেন্দ্র মোদির সঙ্গে তিনি গুজরাটে গিয়েছিলেন। এরপর ইজরায়েল ভ্রমণের সময়ও তিনি মোদির সঙ্গী ছিলেন। এনসিপি প্রধান বলেন, কৃষিক্ষেত্রে গুজরাটের পাশে যখন তিনি ছিলেন তখন তিনি মোদির সুনজরে ছিলেন। তবে বিরোধী দলে যাওয়ামাত্রই তিনি তাঁর নজরে শত্রু হয়ে গিয়েছেন। প্রসঙ্গত, বেশ কয়েকটি জনসভায় শরদ পাওয়ারকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যার পাল্টা এবার দিলেন শরদ পাওয়ার।