শনিবার ০৫ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

কলকাতা | SSKM: একই সঙ্গে শরীরে হৃদ্‌যন্ত্র ও ফুসফুস প্রতিস্থাপনে নজির

Rajat Bose | ১৪ মে ২০২৪ ০৯ : ৩৫Rajat Bose


সাগরিকা দত্ত চৌধুরি:‌ ‌‌হৃদ্‌যন্ত্র–ফুসফুস একত্রে প্রতিস্থাপনের বিরল নজির ঘটতে চলেছে রাজ্যে। ফের ব্রেন ডেথ হল এসএসকেএম হাসপাতালে। সোমবার দক্ষিণ ২৪ পরগনার ফলতার বাসিন্দা অরুণ কুলের (৫২) ব্রেন ডেথ হয়। মরণোত্তর অঙ্গদানের পর তাঁর দুটি অঙ্গ প্রতিস্থাপিত হচ্ছে একজন রোগীর শরীরেই। ওই জেলারই বছর আঠেরোর এক তরুণের হৃদ্‌যন্ত্র ও ফুসফুস প্রতিস্থাপনের অপারেশন এসএসকেএমে শুরু হয়েছে ‌‌সোমবার রাতে।
চিকিৎসকেরা জানিয়েছেন, প্রতিস্থাপনের ওই অস্ত্রোপচার সফল হলে তা হবে পূর্ব ভারতে প্রথম নজির। শেষ খবর, ঘণ্টা দশেকের লম্বা সেই অপারেশন শেষ হতে হতে মঙ্গলবার সকাল হয়ে যাওয়ার কথা। দুটি কিডনি প্রতিস্থাপন সফল ভাবে মিটলেও লিভার প্রতিস্থাপনের অপারেশন শেষ হতে হতেও আজ সকাল হয়ে যাওয়ার কথা। কিডনি প্রতিস্থাপনের পর স্থিতিশীল রয়েছেন দুই গ্রহীতা। একজন কিডনি গ্রহীতা হলেন এসএসকেএমের ২৮ বছরের এক রোগী। দাতার অপর একটি কিডনি দান করা হয় কমান্ড হাসপাতালের ৩২ বছরের এক রোগীর শরীরে। লিভার দেওয়া হয় এসএসকেএমের ৫১ বছরের মহিলাকে। 
এমনিতে হৃদ্‌যন্ত্র–ফুসফুস একত্রে প্রতিস্থাপনের নজির বিরল। পাশাপাশি, হৃদ্‌যন্ত্র ও ফুসফুস আলাদা ব্যক্তির শরীরে প্রতিস্থাপিত হলে যে ঝুঁকি থাকে, একযোগে হৃদ্‌যন্ত্র–ফুসফুস প্রতিস্থাপনে সেই সব ঝুঁকিই প্রায় দ্বিগুণ হয়ে যায়। এর মধ্যে যেমন রয়েছে নতুন অঙ্গকে শরীরের প্রত্যাখ্যান করা, তেমনই রয়েছে প্রতিস্থাপন পরবর্তী সংক্রমণ। 
এসএসকেএমের চিকিৎসকরা জানাচ্ছেন, বছর আঠেরোর তরুণ হৃদ্‌যন্ত্র–ফুসফুস গ্রহীতা জন্মগত হৃদ্‌যন্ত্রের অসুখের রোগী। সেই কারণেই তাঁর ফুসফুসীয় ধমনি এবং ফুসফুসের ভিতরকার ব্রঙ্কাসগুলিও সঙ্কীর্ণ। তাই পর্যাপ্ত অক্সিজেন জোগাতে অক্ষম তাঁর ফুসফুস। অর্থাৎ, শুধু হৃদ্‌যন্ত্র প্রতিস্থাপন হলে পুরো সুস্থ জীবনে ফেরা তাঁর সম্ভব নয়। সে জন্যই একযোগে ফুসফুসও প্রতিস্থাপন করা হচ্ছে। 
যাঁর জোড়া অঙ্গ প্রতিস্থাপিত হচ্ছে সোমবার তরুণের বুকে, শুক্রবার পর্যন্ত সেই অরুণ কুলেও অবশ্য সুস্থই ছিলেন দুর্ঘটনার আগে। বিষ্ণুপুরে একটি বিয়েবাড়ির নিমন্ত্রণে গিয়ে রাস্তা পেরনোর সময়ে একটি স্কুটার তাঁকে সজোরে ধাক্কা মারে। মারাত্মক আঘাত লাগে মাথায়। স্থানীয় হাসপাতাল ঘুরে প্রথমে তাঁকে এমআর বাঙুর হাসপাতাল ও পরে বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেসে (বিআইএন) ভর্তি করা হয়। এমআর বাঙুরেই সিটি স্ক্যানে ধরা পড়েছিল মস্তিষ্কে অভ্যন্তরীণ রক্তক্ষরণের বিষয়টি। তাই বিআইএনে স্থানান্তর করা হয় তাঁকে। কিন্তু রাতের দিকে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ফের তাঁকে স্থানান্তর করা হয় এসএসকেএমের ট্রমাকেয়ার সেন্টারে। সেখানে শনিবার প্রৌঢ়ের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয় ঠিকই। কিন্তু তাতেও শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি। রবিবার চিকিৎসকরা বুঝতে পারেন, রোগী ক্রমেই ব্রেন ডেথের দিকে এগোচ্ছেন। তারপর চিকিৎসকরা কাউন্সেলিং করলে বাড়ির লোক মরণোত্তর অঙ্গদানে সম্মতি দেয়।

‌‌







নানান খবর

নানান খবর

ভরদুপুরে গুলিবৃষ্টি রাজারহাটে, প্রবল আতঙ্কে বাসিন্দারা, অভিযোগ গোষ্ঠী সংঘর্ষের

সুপ্রিম নির্দেশ মেনে নিয়োগ হবে, কালক্ষেপ করবে না এসএসসি, জানালেন চেয়ারম্যান

খাস কলকাতায় আইপিএল-এর ম্যাচে বেটিং, গ্রেপ্তার চার

জ্বালাপোড়া গরমে সাময়িক স্বস্তির পূর্বাভাস, কবে হবে বৃষ্টি? রইল আবহাওয়ার বড় আপডেট

প্রেমঘটিত সমস্যা থেকে অস্বাভাবিক মৃত্যু? ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার দক্ষিণ কলকাতায়!

বড় খবর! এপ্রিলেই জুড়তে পারে এসপ্ল্যানেড-শিয়ালদহ, পুরোপুরি চালু হতে পারে ইস্ট-ওয়েস্ট মেট্রো

বাংলাকে পিছিয়ে দেওয়ার পরিকল্পনা, চাকরিহারাদের সঙ্গে ৭ এপ্রিল কথা বলবেন মমতা

শিশুদের লিভার সংক্রান্ত রোগের চিকিৎসায় কলকাতা মেডিক্যাল কলেজে চালু হচ্ছে নতুন বিভাগ

‘যাঁদের কোটি কোটি টাকা আছে তাঁদের জন্য সরকার চলবে?’, ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে পথে নামছে তৃণমূল, দিন জানিয়ে দিলেন মমতা

ছেলে-বউমার নির্মম অত্যাচার! যাদবপুরের ফ্ল্যাটে বৃদ্ধ দম্পতির রহস্যমৃত্যু, বড় অভিযোগ মেয়ের

চোলাই মদ সহ আর্মেনিয়াম ঘাটের কাছ থেকে গ্রেপ্তার এক ব্যক্তি, উদ্ধার ৪৮ লিটার মদ

কলকাতা জাদুঘরে বোমা? বড়সড় হামলার হুমকি দিয়ে ই-মেল, চলছে তল্লাশি

সল্টলেকে হাসপাতালের পাশে দাউদাউ আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন, অসুস্থ এক দমকলকর্মী

চারু মার্কেট এলাকায় খুনের ঘটনায় গ্রেপ্তার এক, পুলিশি জিজ্ঞাসাবাদে উঠে এল চাঞ্চল্যকর তথ্য 

সব ধর্মের জন্য ‘জান কবুল’, ইদে মমতা মনে করালেন ‘মুসলিম তার নয়ন-মণি, হিন্দু তাহার প্রাণ’

নিউটাউনের নির্জন এলাকায় টোটোচালকের রক্তাক্ত দেহ উদ্ধার, পরকীয়ার জেরে খুন? আটক ২

আইপিএল লাইভ স্কোর

সোশ্যাল মিডিয়া