শুক্রবার ০৩ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৩ মে ২০২৪ ০৯ : ০২Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: আজ লোকসভা নির্বাচনে চতুর্থ দফার ভোটগ্রহণ। সোমবার দেশের মোট ৯৬টি আসনে এবং বাংলার ৮টি কেন্দ্রে ভোট হচ্ছে। আজ বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান–দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূম কেন্দ্রে ভোট চলছে। ৫৭৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
ভোট শুরুর আগেই সকাল থেকে বুথে বুথে ঘুরছেন অধীর চৌধুরী, মহুয়া মৈত্র, দিলীপ ঘোষ। চতুর্থ দফার ভোটের আগেরদিন থেকে উত্তেজনা ছড়িয়েছে কয়েকটি কেন্দ্রে। গতকাল রাতে কেতুগ্রামে এক তৃণমূল কর্মীকে খুন করা হয়েছে। ভোটের দিন সকালে সিউড়ি, রানিগঞ্জ, তেহট্ট, নাকাশিপাড়া, দুর্গাপুর, বেলডাঙায় বিক্ষিপ্তভাবে অশান্তি সৃষ্টি হয়েছে।
বাংলা সহ ৯টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট আজ। অন্ধ্রপ্রদেশের ২৫টি এবং তেলঙ্গানার ১৭ আসনে ভোট হচ্ছে। পাশাপাশি উত্তরপ্রদেশের ১৩টি, মহারাষ্ট্রের ১১টি, মধ্যপ্রদেশের ৮টি, ওড়িশার ৪টি, বিহার এবং ঝাড়খণ্ডের ৫টি আসনে, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের শ্রীনগর আসনে ভোট চলছে। ৩৭০ ধারা বাতিলের পর প্রথমবার শ্রীনগরে ভোট হচ্ছে আজ।