বুধবার ১৫ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | MODI: শাহাজাদার যা বয়স হয়েছে, নির্বাচনে তাঁর থেকেও কম আসন পাবে: মোদি

Sumit | ১২ মে ২০২৪ ১৭ : ১০Sumit Chakraborty


মিল্টন সেন,হুগলি : হুগলি এবং শ্রীরামপুর কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে চুঁচুড়ায় সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার জেলা সদর চুঁচুড়ার ফাস্ট গ্রাউন্ডে সভা করেন প্রধানমন্ত্রী। মোদি বলেন, "২০২৪ সালের এই ভোট দেশের নেতৃত্ত্বে নির্বাচনের ভোট। গোটা দেশের আশীর্বাদ বিজেপির সঙ্গে রয়েছে। সকলের আশা ভরসা আস্থা বিজেপির পদ্ম এবং মোদির উপর আছে। গত দশ বছর দেশ দেখেছে, মোদির মজবুত সরকার দেশের জন্য ভাল। তিন দফা নির্বাচন হয়েছে, চতুর্থ দফা আগামীকাল। আমি দায়িত্ত্ব নিয়ে বলতে পারি বিজেপি এবং এন ডি এ জোট চারশো পার করবে। 
নাম না করে রাহুল গান্ধীকে কটাক্ষ করে মোদি বলেন, "এন ডি এ তো চারশো পর করবে। আর ওদিকে কংগ্রেসের শাহাজাদা তাঁর যা বয়স হয়েছে, এই নির্বাচনে তাঁর থেকেও কম আসন পাবে। আপনারা মজবুত সরকার বানিয়েছেন, তাই ভারতের ক্ষমতা গোটা দুনিয়া দেখছে। মোদির উত্তরাধিকারী কে ? মোদির উত্তরাধিকারী আপনারা, দেশবাসী সবাই। আপনারাই আমার পরিবার, উত্তরাধিকারী। আপনাদের ছাড়া আমার এই দুনিয়ায় কিছুই নেই। আমিও আমার পরিবারের জন্য কিছু ছেড়ে যেতে চাই। সেটা হল বিকশিত ভারত। এখনও পর্যন্ত গরিব মানুষের জন্য চার কোটি পাকা বাড়ি বানিয়েছি। আরও তিন কোটি পাকা বাড়ি বানানো হবে। মোদি প্রত্যেক গরিবকে বিনেপয়সায় রেশন দিচ্ছে। এদিনের সভায় উপস্থিত ছিলেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি, শ্রীরামপুর কেন্দ্রের প্রার্থী কবির শঙ্কর বোস, বিজেপির রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ, সুবীর নাগ প্রমুখ।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর



সোশ্যাল মিডিয়া



05 24