শুক্রবার ০৩ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১০ মে ২০২৪ ১৯ : ০৮Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: নতুন কোনো ইস্যু নেই। বাংলায় এসে রাজ্য নিয়ে কথা না বলে জাতীয় ইস্যুতেই তৃণমূলকে আক্রমণ করে গেলেন অমিত শাহ। কাশ্মীর ইস্যু, রামমন্দির নিয়েই কাটল বক্তৃতার বেশির ভাগ সময়। এদিন রানাঘাট লোকসভায় জনসভা ছিল অমিত শাহের। ভাষণের বেশির ভাগ সময়ই জাতীয় রাজনীতি নিয়েই পড়ে রইলেন তিনি।
এদিনও তাঁর মুখে শোনা গেল না সন্দেশখালির ঘটনার স্টিং ভিডিওর কথা। তবে রাজ্যে দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করে শাহ বলেন, "দুর্নীতিতে এক নম্বরে মমতার সরকার। শিক্ষক, পুরনিয়োগ থেকে রেশন, কয়লা— সব ক্ষেত্রেই দুর্নীতি করেছে মমতার সরকার।" সন্দেশখালি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "বাংলার মা, বোনদের চিন্তার দরকার নেই। আমরা সন্দেশখালির অপরাধীদের উল্টো ঝোলাব।"