মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | Lok Sabha Election: শুক্র সকালে মনোনয়ন জমা সুদীপ-তাপস-অনির্বাণের

Riya Patra | ১০ মে ২০২৪ ১৩ : ৩২Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: ভোটের তিন দফা শেষ হয়েছে। এখনও বাকি ৪। একে একে মনোনয়ন জমা দিচ্ছেন বাকি দফার প্রার্থীরা। শুক্রবার সকালে শহর জুড়ে একপ্রকার মনোনয়ন জমার মিছিলের ভিড়। একই দিনে একগুচ্ছ হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন জমা। শুক্রবার সকালে মনোনয়ন জমা দেন কলকাতা উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ ব্যানার্জি। বর্ষীয়ান নেতা, দীর্ঘদিনের সাংসদ। এবারের জয় নিয়েও আশাবাদী তিনি। মনোনয়ন জমার মুহূর্তে সুদীপের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। এদিন তাঁর সমর্থনে উপস্থিত ছিলেন অতীন ঘোষ সহ তৃণমূল কংগ্রেসের বহু কাউন্সিলর, কর্মী সমর্থকেরা। এদিন দশমবার মনোনয়ন জমা দিলেন সুদীপ ব্যানার্জি। বললেন, মনোনয়ন জমার প্রক্রিয়া হয়েছে দ্রুততার সঙ্গে, খুশি নির্বাচন কমিশনের কাজে। একই সঙ্গে জানান, বরাবর নির্বাচনে তাঁর লক্ষ্য থাকে জয়ের দিকে, লক্ষ্য থাকে গতবারের নিজের মার্জিনকে টপকে যাওয়া। প্রতিপক্ষ নিয়ে কী ভাবছেন? সাফ জানালেন, "সে ব্যাপারে এত দেখাদেখির সময় পাই না। নিজের জয় নিয়ে ভাবি। সদর্থক ভাবি।" শুক্রবার সকাল ১০টা নাগাদ শুরু হয় সুদীপ ব্যানার্জির প্রতিপক্ষ, কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের মনোনয়ন জমার মিছিল। বিবেকানন্দ রোডে, বিবেকানন্দের বাড়ি থেকে শুরু হয় মিছিল। এদিন তাপসের সমর্থনে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি বলেন, বাংলায় এসে বুঝতে পারছেন মোদির গ্যারান্টির উপর ভরসা রাখছেন মোদি। ৪২ আসনের মধ্যে ৩০ থেকে ৩২ আসন পাবেন বলেও আশাবাদী তিনি। মনোনয়ন জমার আগে তাপস রায় বলেন, এই নির্বাচন দেশের, জাতির। সেই নিরিখে আমার নির্বাচন। লড়াই অসৎ প্রার্থীর বিরুদ্ধে। যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলিও এদিন মনোনয়ন জমা দেন। তাঁর মনোনয়নের মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীও শুক্রবার মনোনয়ন জমা দিচ্ছেন। ভবানীপুর থেকে শোভাযাত্রা করে তাঁর মনোনয়ন মিছিল যায় হজরা মোড় পর্যন্ত। শুক্রবার মনোনয়ন জমা দেন দমদমের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় এবং বরানগর উপ নির্বাচনের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি। মনোনয়ন জমা দেওয়ার আগে দক্ষিনেশ্বরের মন্দিরে পুজো দেন তাঁরা।





বিশেষ খবর

নানান খবর

নানান খবর



সোশ্যাল মিডিয়া



05 24