সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sumit | ০৮ মে ২০২৪ ১৭ : ২০Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: আমেঠী নিয়ে এবার ঢোক গিললেন রবার্ট বঢরা। প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বারে বারেই নানা ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন তিনি এবার লোকসভা ভোটে আমেঠীতে লড়তে চান। এমনকি তাঁকে নিয়ে পোস্টারও পড়েছিল। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে গান্ধী পরিবার ঘনিষ্ঠ কে এল শর্মাকে আমেঠীর টিকিট দেয় হাত শিবির। তাঁর প্রতিপক্ষ বিজেপির স্মৃতি ইরানি যিনি ২০১৯ লোকসভা ভোটে রাহুল গান্ধীকে হারিয়েছেন। তবে এবার রবার্ট বঢরার মুখে অন্য কথা শোনা গেল। তিনি বলেন, আমেঠীর মানুষরা তাঁকে সেখান থেকে লড়তে দেখলে খুশি হত। কিন্তু এটাই ভালো খবর রাহুল গান্ধী তাঁদের জন্য যোগ্য প্রার্থী নির্বাচন করেছেন। কিশোরি লাল শর্মা প্রার্থী হওয়াতে তিনি খুশি। বঢরা আরও বলেন, কিশোরী লাল শর্মা আমেঠীতে বহুদিন কাজ করেছেন। তিনি গোটা এলাকা হাতের তালুর মত চেনেন। স্মৃতি ইরানি এই এলাকার যে উন্নতি করতে পারেন নি তিনি তা অবশ্যই করবেন।