মঙ্গলবার ০৮ জুলাই ২০২৫

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | Yusuf Pathan: ইউসুফের জন্য 'স্পেশাল ২০'কে মাঠে নামালেন হুমায়ুন কবীর

Pallabi Ghosh | ০৮ মে ২০২৪ ১৯ : ০০Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: "অধীর চালে" তাঁকেই মাত করার জন্য তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বহরমপুর লোকসভা কেন্দ্রে এবার মাঠে নামালে নিজের "স্পেশাল ২০"কে। গত কয়েকদিন ধরে বহরমপুর লোকসভার কেন্দ্রের প্রতিটি কোনা চষে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের হয়ে পৃথকভাবে নির্বাচনী প্রচার চালাচ্ছেন হুমায়ুন কবীরের মনোনীত ২০ জন উচ্চ শিক্ষিত যুবক।
প্রসঙ্গত- সম্প্রতি মুর্শিদাবাদ জেলা সফরে এসে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে গোটা বহরমপুর লোকসভা কেন্দ্রের জন্য বিশেষ দায়িত্ব দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। তারপর থেকেই নিজের উদ্যোগে বহরমপুর লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা এলাকায় দিন রাত এক করে প্রচার করছেন হুমায়ুন।
একদা অধীর চৌধুরীর" ডানহাত" হুমায়ুন বলেন, "অধীর চৌধুরীর সাথে রাজনীতি করতে গিয়ে দেখেছি ১৯৯৯ এবং ২০০৪ সালের লোকসভা নির্বাচনে তিনি কীভাবে প্রচার করেছেন। অধীরবাবু প্রকাশ্যে নির্বাচনী প্রচার চালাতেন, আমি এবং অধীর চৌধুরীর আরও কয়েকজন ঘনিষ্ঠ নেতা গোপনে লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় ঘুরে-ঘুরে তাঁর হয়ে নীরবে প্রচার করে গিয়েছি। সেই সময় তার সুফল পেয়েছিলেন অধীরবাবু।"
তৃণমূল বিধায়ক বলেন, "সেই "স্ট্র্যাটেজি" কাজে লাগিয়ে এবার ইউসুফ পাঠানের হয়ে আমার "স্পেশাল ২০"কে প্রচারে নামিয়ে দিয়েছি।"
হুমায়ুন ঘনিষ্ঠ এক নেতা বলেন -মুর্শিদাবাদ ছাড়াও যাদবপুর, কলকাতা ,মালদা, চোপড়া সহ রাজ্যের একাধিক প্রান্ত থেকে কুড়ি জন উচ্চশিক্ষিত যুবককে হুমায়ুন কবীর বহরমপুরে নিয়ে এসেছেন। তাঁরা হুমায়ুনের বহরমপুরের বাড়িতেই থাকছেন এবং নীরবে ইউসুফের হয়ে প্রচার করছেন। তবে এই ২০ জন যুবকের ছবি বা পরিচয় কোথাও প্রকাশ পাচ্ছে না।
হুমায়ুন বলেন, "আমাদের পরামর্শদাতা সংস্থা, আইপ্যাক এবং দলীয় নেতৃত্ব ইউসুফের হয়ে প্রচার চালাচ্ছি। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর আমি ২০ জন উচ্চ শিক্ষিত যুবককে আমার নিজের উদ্যোগে ইউসুফের হয়ে প্রচার চালানোর জন্য নিয়ে এসেছি। তবে "স্ট্র্যাটেজি"গত কারণে তাঁদের পরিচয় আমি প্রকাশ করছি না।"
তিনি বলেন, "উচ্চশিক্ষিত এই যুবকদের সমাজের মধ্যে বিশেষ প্রভাব রয়েছে এবং তারা সাধারণ মানুষকে কোনও বিষয়ে বুঝিয়ে বলতে বিশেষ পারদর্শী। বহরমপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন গ্রামে ঘুরে এবং সোশ্যাল মিডিয়াতে তাঁরা মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্প যেমন- "লক্ষীর ভান্ডার" ,"স্বাস্থ্য সাথী", "পথশ্রী" প্রকল্পের কথা তুলে ধরেছেন এবং সাধারণ মানুষদের কাছ থেকে তাদের "ফিডব্যাক"ও নিচ্ছেন।"
হুমায়ুন দাবি করেন, "বহরমপুর লোকসভা কেন্দ্রের বেশিরভাগ ভোটার সংখ্যালঘু সম্প্রদায়ের হলেও বরাবরই এই কেন্দ্র থেকে হিন্দু সম্প্রদায়ের প্রার্থী জিতে এসেছে। তাই এই কেন্দ্র চরিত্রগতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। তাই আমাদের বিশ্বাস উন্নয়নের নিরিখে এবার মানুষ তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানকেই ভোট দেবেন।"
বহরমপুর লোকসভা কেন্দ্রে আগামী ১১ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত নির্বাচনী প্রচারের সুযোগ রয়েছে। আজই ইউসুফের হয়ে বহরমপুরে "রোড শো" করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। এবং আগামিকাল বেলডাঙা এলাকায় ইউসুফের হয়ে "রোড শো" করবেন অপর এক বিখ্যাত ক্রিকেটার ইরফান পাঠান।
হুমায়ন বলেন, "প্রচারের বড় অংশের কাজ আমরা ইতিমধ্যেই শেষ করে ফেলেছি। এখন বিশেষ কিছু পকেটে আমাদের দলের ভোট বাড়ানোর জন্য নজর দিচ্ছি।"




নানান খবর

যতই পুষ্টিকর হোক, এঁদের ডিম খেলেই মারাত্মক বিপদ! শরীরে এই ৫ রোগ থাকলে আজই সাবধান হন

টানা বৃষ্টিতে কলকাতায় ফিরল জলযন্ত্রণা, ব্যাপক যানজট, অফিস টাইমে দুর্ভোগ চরমে

টানা দুর্যোগ উপকূলে, ভাসছে জেলা, উত্তাল সমুদ্র থেকে ফিরছেন মৎসজীবীরা

মর্মান্তিক! ফ্লাইওভারের রেলিং ভেঙে সোজা রেললাইনে মালবোঝাই ট্রাক! ঘটনাস্থলেই মৃত্যু চালকের

নক্ষত্র পরিবর্তন করে ভয়ঙ্কর শক্তিশালী শুক্র! মঙ্গলবার থেকে টাকার পাহাড়ে চার রাশি, হাতের মুঠোয় আকাশছোঁয়া সাফল্য

এক রাতেই বাংলাদেশ-সহ ১৪ দেশকে শুল্ক-চিঠি আমেরিকার, ট্রাম্পের রোষের মুখে কি ভারতও?

রেললাইন জুড়ে জল, অফিস টাইমে লেটে চলছে ট্রেন, যাত্রীদের সুরক্ষায় কী পদক্ষেপ নিল রেল?

বৃষ্টিতে ভাসছে কলকাতা, নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়প্রবল বর্ষণ, দুর্যোগ

সাপের বিষ মারতে ধন্বন্তরী, এক ফোঁটা চোখের জলের এত গুণ! দামও আকাশছোঁয়া

ওজন নিয়ে দুশ্চিন্তা? বয়স-উচ্চতা অনুসারে আদৌ কি আপনার ওজন বেশি? আসল হিসেব জানলে ধারণা বদলে যাবে

ডিগ্রির কি সত্যিই কোনও মূল্য নেই! পেট চালাতে দোরে দোরে ঘুরতে হচ্ছে অক্সফোর্ড গ্র্যাজুয়েটকে

১৩ বছরের বন্ধুত্বের পর বাগদান সারলেন দেবতনু, কবে বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেতা?

জিনপিং এবং পুতিন মিলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করবেন! আশঙ্কার কথা শোনালেন ন্যাটো প্রধান

মেসেজের উত্তরে ‘ওকে’ ব্যবহার করেন সকলে, এর অর্থ জানেন? ৯৯ শতাংশ মানুষের কোনও ধারণাই নেই

স্কুলের অধ্যক্ষ ও ভাগ্নে মিলে ভয়াবহ অত্যাচার! মাত্র ৫ বছরের শিশুর হাড়হিম পরিণতি দেখে চমকে উঠেছে দেশ

ডিউক বলের মান নিয়ে প্রশ্ন তুলে দিলেন ভারত অধিনায়ক, জয়ের জন্য এই ক্রিকেটারকে দিলেন বড় সার্টিফিকেট 

'ডিয়ার ফুটবল, তোমার জন্য বিশেষ চিঠি', আবেগঘন পোস্ট লিখে বুটজোড়া তুলে রাখলেন রাকিটিচ

মহিলাদের কপালের ৮৬৬টি টিপ দিয়ে ক্যানভাসে মেসির ছবি ফুটিয়ে তুললেন চিত্রশিল্পী, তুলে দিতে চান বিশ্বকাপজয়ী অধিনায়কের হাতে

বাংলার মুখ উজ্জ্বল করলেন ইংল্যান্ডে, রানির দেশে খেলতে নেমেই রেকর্ড আকাশদীপের

করের বোঝা ছাড়াই ১২ কোটি টাকা নিয়ে অবসর নিতে চান, ইপিএফ এবং এনপিএস-এ একসঙ্গে বিনিয়োগ দেবে সেই সুযোগ

'ওর জন্য উত্তর খুঁজে রেখো,' লর্ডস টেস্টের আগে স্টোকসদের সতর্কবাণী ইংল্যান্ডের প্রাক্তনীর

'রাস' এর সাফল্যের ৩০ দিন - নাচে গানে মেতে উঠল গোটা পরিবার

প্রতিদিন সামলাতে হয় শয়ে শয়ে ট্রেনের ভিড়, ভারতের ব্যস্ততম রেলস্টেশন রয়েছে বাংলাতেই

কেবল বল হাতে ভেল্কি দেখিয়েই ম্যাচের সেরা ম্যাড ম্যাক্স, সামনে কেবল গেল

সোশ্যাল মিডিয়া