শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

বিনোদন | Tollywood: সপ্তাহান্ত হাউজফুল, ‘এটা আমাদের গল্প’র চাহিদা তুঙ্গে, পরিচালনায় এসেই ‘ফার্স্ট গার্ল’ মানসী

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৪ মে ২০২৪ ১৯ : ৩৬


ছবিটা ভাল হয়েছে, রাশ প্রিন্ট দেখতে দেখতে মনে হয়েছিল। তা বলে তিনি ‘ফার্স্ট গার্ল’ হয়ে যাবেন?

ভাবতেই পারেননি মানসী সিনহা। ‘এটা আমাদের গল্প’ তাঁর প্রথম পরিচালনা। ছবিমুক্তির আগে মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর মতোই অবস্থা হয়েছিল তাঁর। প্রথম প্রযোজক বিশ্বাসঘাতকতা করেছেন। দাগা প্রযোজনা সংস্থা সেই বিপদের দিনে হাল ধরে। কিন্তু সব কিছুরই তো সীমা আছে। তাই ইচ্ছে থাকলেও মনের মতো করে প্রচার করতে পারেননি নতুন পরিচালক। তাই পুরোটাই তিনি ঈশ্বর আর দর্শকদের উপর ছেড়ে দিয়েছিলেন। ঈশ্বর তাঁর ব্যথা বুঝেছেন। দর্শক হৃদয়ে বসিয়েছে তাঁর প্রথম কাজ। ফলাফল? প্রথম সপ্তাহে ৪৮টি প্রেক্ষাগৃহ পেয়েছিল ছবিটি। দ্বিতীয় সপ্তাহে সেটি বেড়ে ৬০! ‘‘শুধু তাই? শুক্রবার থেকে রবিবার টানা হাউজফুল! আগাম টিকিট বিক্রি হয়ে যাচ্ছে। মা গো মা, আমি ভাবতেই পারছি না’’, যুদ্ধজয়ের হাসি হেসে আজকাল ডট ইনকে বলেছেন নতুন পরিচালক।

লোকের মুখে জয়. লোকের মুখেই ক্ষয়... বাংলার এই প্রবাদ আগেকার দিনে মানুষেরা প্রায়ই আওড়াতেন। মানসীর মতে, তিনি সেটাই সত্যি প্রমাণিত হয়ে দেখলেন। দর্শক ছবি দেখেছেন। আর মুখে মুখে ছড়িয়ে দিয়েছেন সে কথা। সেই ধারা ধরেই ‘ইতিহাস’ গড়ার পথে মানসীর প্রথম ছবি। পরিচালকের কথায়, ‘‘প্রযোজক একটু বসতে দিচ্ছেন না! নাগাড়ে উত্তর থেকে দক্ষিণ ছুটিয়ে বেড়াচ্ছেন। আর দর্শকের একটাই কথা, আপনার ছবি যেন জলের মতো বয়ে গেল! আলাদা করে মাথা খাটাতে হল না।’’ কেউ মেয়ের সঙ্গে ছবিটি দেখতে আসছেন। কেউ নাতনির সঙ্গে। প্রত্যেকের দাবি, সব ছবিতে রক্তপাত দেখতে দেখতে ‘লাবডুব’ বেড়ে গিয়েছিল। অনেক দিন পরে বাংলা ছবি গল্প বলল। সমালোচকেরা পর্যন্ত প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। একের পর এক সিনেমা হল থেকে ফোন, ছবি চালাতে দিতে হবে।

ছবি ঘিরে মানসীও নিশ্চয়ই মানসাঙ্ক কষেছিলেন? একেবারেই অস্বীকার করেননি সে কথা। উল্টে বুঝিয়ে দিলেন তাঁর হিসেবনিকেশ, ‘‘এক, ছকভাভা বিষয় ভেবেছিলাম। বয়স হলেই ক্রমশ এঁটে বসতে থাকা নিয়মকানুনের প্রতি আবার বরাবরের বিরক্তি। জীবন যাতে জেলখানা না হয়ে ওঠে সেই বার্তা দিতেই এই ছবি। যেখানে দুই প্রবীণ প্রকৃতির নিয়মে প্রেমে পড়বেন। ভালবাসবেন। একে অন্যের লাঠি হয়ে সারা জীবন কাটিয়ে দেওয়ার স্বপ্ন দেখবেন। সাতপাকে নিজেদের বাঁধতেও দ্বিধা বোধ করবেন না। সেটাই ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায়-অপরাজিতা আঢ্য করেছেন। দুই, ছবির শেষটাও ছকে বাঁধা নয়। স্তব্ধ হৃদস্পন্দন প্রেমিকার আঙুলের ছোঁয়ায় গতি পাবে, ক্লিশে দৃশ্য দেখাতে চাইনি। বরং বলতে চেয়েছি, স্বামী না থাকলেও কেউ একা হয় না। যদি পরিবার পাশে থাকে। দর্শকের এসবই ভাল লেগেছে।’’ 



মানসীর এখন মনে হচ্ছে, ভাগ্যিস শাশ্বত যেচে ছবির প্রবীণ নায়ক হতে চেয়েছিলেন। আর অপরাজিতা প্রবীণ নায়িকা। না হলে....! প্রেক্ষাগৃহ থেকে প্রেক্ষাগৃহ ছুটতে ছুটতেই কি পরের ছবির ছক কষা শেষ? আগামীতেও শাশ্বত-অপরাজিতা জুটিই? হো হো হাসতে হাসতে মানসীর বক্তব্য, ‘‘ছেলে আমার সঙ্গে ঘুরছে। আনন্দের চোটে যদি খাওয়াদাওয়া ভুলে যাই! বরের কাছে আমার খোঁজ করলে জবাব দিচ্ছে, আমার বৌয়ের খবর প্রযোজক জানেন! এমন হট্টগোলের মধ্যে কি আর পরের ছবির ভাবনা আসে?’’




বিশেষ খবর

নানান খবর

former-indian-prime-minister-manmohan-singh-passes-away-at-92-gnr

নানান খবর

'লাল পাহাড়ির দেশে যা'র কবি অরুণ চক্রবর্তীর স্মরণে হল 'সহজিয়া উৎসব ২০২৪', কেমন‌ ছিল আয়োজন? ...

প্রকাশ্যে 'সিকন্দর'-এর পোস্টার, এরপরেই জন্মদিনে ভক্তদের জন্য কোন বড় ঘোষণা করলেন সলমন?...

জুটি বেঁধে বড়পর্দায় আসছেন জুনেইদ-খুশি, ছবির নাম শুনলে চমকে উঠবেন!...

পুলিশ অফিসারের চরিত্রে পর্দা কাঁপাবেন জন আব্রাহাম! টিনসেল টাউনের কোন গোপন সত্যি ফুটে উঠবে গল্পে?...

'আমার যথেষ্ট রুচিবোধ রয়েছে'-দুবাইয়ে বিকিনি পরে কটাক্ষের মুখে দেবচন্দ্রিমা! জবাবে আর কী বললেন অভিনেত্রী?...

কেরিয়ারে চরম দুরবস্থাতেও 'ওম শান্তি ওম'-এ শাহরুখের সঙ্গে অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছিলেন বিবেক! কিন্তু কেন? ...

আজ পর্যন্ত কোনওদিন এটিএম মেশিন থেকে কেন টাকা তোলেননি? অজানা কথা ফাঁস করলেন অমিতাভ ...

অস্কার দৌড়ে অন্তিম পর্যায়ে সামিল প্রিয়াঙ্কা সরকারের ছবি 'দ্য জেব্রাজ'...

খাবারের পদ থেকে অমিতাভের ছবি! 'বেবি জন'-এর সঙ্গে কী কী তুলনা করলেন বরুণ?...

Exclusive : 'খাদান'-এর সাফল্যের মাঝেই জন্মদিন দেবের, 'বার্থডে বয়'কে শুভেচ্ছা জানিয়ে কী বললেন ইধিকা...

প্রেম ভাঙার পর কী করা উচিত এবং কোনটা করা ঠিক নয়? ব্যক্তিগত অভিজ্ঞতার ঝাঁপি উপুড় করে পরামর্শ বিবেকের ...

মাঝরাতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড শান-এর আবাসনে! কেমন আছেন গায়ক?...

বড়পর্দায় উঠে আসবে যুবরাজ সিং-এর ছয় ছক্কার গল্প, ব্যাট হাতে সিলভার স্ক্রিনে দেখা যাবে কোন বলি তারকাকে?...

শুরু হল ‘বর্ডার ২’-এর শুটিং, ছবি প্রকাশ্যে আসতেই হইচই শুরু সমাজমাধ্যমে ...

সহ-অভিনেত্রীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক! আচমকাই নায়িকাদের অস্বস্তিতে ফেলেন বরুণ? ভয়ঙ্কর অভিযোগের কী সাফাই দিলেন 'বেবি ...



সোশ্যাল মিডিয়া



05 24