শনিবার ২৫ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৩ মে ২০২৪ ১৪ : ৫৭Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: শুক্রবারই ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এদিন সকালেই দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে কংগ্রেস জানিয়েছিল, আমেঠি নয়, এবার রায়বেরেলি থেকে ভোট লড়বেন রাহুল। হাত শিবিরের গড় এই দুই কেন্দ্র থেকে কংগ্রেসের হয়ে কে ভোট লড়বেন, তা নিয়ে জল্পনা ছিল দীর্ঘদিনের। প্রার্থী নাম প্রকাশ্যে না আসায় দলীয় কর্মী-সমর্থকেরাও বিক্ষোভ দেখিয়েছেন ইতিপূর্বে। শুক্রবার জানা গিয়েছে, প্রায় ২৬ বছর পর আমেঠিতে ভোট লড়বেন গান্ধী পরিবারের বাইরে অন্য কেউ। এর আগে ওই কেন্দ্র থেকে ভোট লড়েছেন রাজীব, সঞ্জয়, সোনিয়া, রাহুল। ২০১৯-এর ভোটে স্মৃতির কাছে পরাজিত হন রাহুল এই কেন্দ্র থেকেই। এবার সেখানে ভোট লড়বেন গান্ধী ঘনিষ্ঠ কিশোরীলাল শর্মা। তাঁকেও মনোনয়ন জমা দিতে হবে আজই।
শুক্রবার দুপুরেই সোনিয়া-প্রিয়াঙ্কার উপস্থিতিতে রায়বেরেলির প্রার্থী হিসেবে মণনয়ন জমা দিলেন রাহুল গান্ধী। উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রিয়ঙ্কার স্বামী রবার্ট বঢড়া। উল্লেখ্য, এর আগে রায়বেরেলি থেকে ভোট লড়েছেন খোদ সোনিয়া। এবার মায়ের আসনে লড়াই ছেলের। লড়াই গড় ধরে রাখার।