শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | Chandrima Bhattacharya: বিজেপির মুখে নারীশক্তির কথা মানায় না: চন্দ্রিমা

Riya Patra | ০২ মে ২০২৪ ১৯ : ৪৫Riya Patra


মিল্টন সেন,হুগলি: জেলায় তিন লোকসভা আসনের মধ্যে দুটিতেই মহিলা প্রার্থী। মহিলারা তিন কেন্দ্রে তৃণমূল প্রার্থীদের জয়ী করবেন। পাশাপাশি মহিলা প্রার্থীদের আরও বেশি ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করবেন। মানুষ এই তিন কেন্দ্র থেকেই তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীদের জয়ী করবেন, এই বিষয়ে কোনও সন্দেহ নেই। বৃহস্পতিবার বিকেলে হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা ব্যানার্জির সমর্থনে ত্রিবেণী শিবপুর মাঠে সভা করতে এসে একথাই বললেন রাজ্যের মন্ত্রী , তৃণমূল কংগ্রেস নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য। এদিনের সভা থেকে বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেছেন, পুলওয়ামার ঘটনার গুটি সাজিয়ে ২০১৯ সালে জিতেছিল বিজেপি। শুধু মাত্র নির্বাচনে জেতার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য গুটি সাজানো হয়েছিল। সেদিনের সেই ঘটনায় যাঁরা মারা গেছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা রয়েছে। ২০২১ সালেও বিজেপির নেতৃত্বরা বাংলায় এসে বলেছিল এই বার ২০০ পার, কিন্তু পারেনি। আবার ২০২৪ সালে ভোট এসেছে আবার তারা আসছে। এবারে নারীশক্তির কথা বলছে। কিন্তু এই নারীশক্তির জন্য তাঁরা কি করেছেন সেই প্রশ্নও টোলেন চন্দ্রিমা। বলেন, "এই রাজ্য কন্যাশ্রীর মতো প্রকল্প করেছে। তাই দেখে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প করা হয়েছে।" তাঁর প্রশ্ন, প্রকল্প করা হলেও, কতজন সেই সুবিধা পেয়েছে সকলে তা জানতে চায়। কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়েও সুর চড়ান। একইসঙ্গে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের কথা উল্লেখ করেন। বলেন, "স্বাস্থ্য সাথী প্রকল্প যার ফলে এরাজ্যের বহু মানুষ উপকৃত হয়েছেন। মেয়েদের জন্য রাজ্য সরকার সবথেকে বেশি কাজ করেছে যা দেশের মধ্যে নজিরবিহীন।" জেলার তিন লোকসভা কেন্দ্রের মধ্যে দুই কেন্দ্রে মহিলা প্রার্থীই নতুন, এপ্রসঙ্গে চন্দ্রিমা বলেছেন, পুরোনো নতুনের কোনও প্রশ্ন নেই। আরামবাগের প্রার্থী মিতালী বাগ বর্তমানে গোঘাট ২ নম্বর ব্লকের মহিলা সংগঠনের সভানেত্রী। তাঁর প্রশ্ন, "কেউ বলতে পারবে ভারতবর্ষের কোথাও কোনও রাজনৈতিক দল কোনও মহিলা ব্লক সভাপতিকে সংসদে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সেট একমাত্র তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি করতে পারেন।" মিতালী রাজনীতিতে নতুন নয়, আগে পঞ্চায়েত সদস্য ছিলো পড়ে পঞ্চায়েত সমিতির সদস্য। বর্তমানে জেলাপরিষদের সদস্যা। আর রচনা ব্যানার্জি প্রসঙ্গে চন্দ্রিমা বলেছেন, "রাজনীতি হল রাজ আর নীতি। এখানে আমরা সবাই রাজা। প্রজাতান্ত্রিক ভারতবর্ষে সকলকে নিয়ে চলা, মানুষের পাশে থাকা এর জন্য নতুন কিছু শিখতে হয় না। শিখতে হয় মানসিকতাকে কীভাবে তৈরি করতে হবে। সেটা যে শিখে যায় সে সফল হয়। রচনা হুগলি কেন্দ্রে জিতবে।"
ছবি পার্থ রাহা।




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর



সোশ্যাল মিডিয়া



05 24