শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sumit | ০২ মে ২০২৪ ১৫ : ৪০Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: নদিয়ার কষ্ণনগর থেকে ফের একবার ক্যা নিয়ে সুর চড়ালেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। তিনি বলেন, ‘একবার ক্যা-তে যদি নাম লেখান তাহলে সমস্ত সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে দেওয়া হবে। তখন রাজ্য সরকারের সমস্ত সুবিধা আর মিলবে না। নাগরিকত্ব দেওয়ার বদলে নাগরিকত্ব চলে যাবে। তখন সকলকে শরণার্থী শিবিরে পাঠিয়ে দেবে বিজেপি সরকার। তবে বাংলার বুকে ক্যা করতে দেবে না তৃণমূল সরকার।’
ক্যা ছাড়াও এদিন বাংলার বঞ্চনা প্রসঙ্গেও সরব ছিলেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, ‘বাংলার টাকা আটকে রেখেছে কেন্দ্রের বিজেপি সরকার। ১০০ দিনের টাকা, আবাস যোজনার টাকা দেওয়া হচ্ছে না। রাজ্য সরকার নিজের উদ্যোগে সকলকে টাকা দেওয়ার ব্যবস্থা করেছে। নির্বাচনের পর রাজ্য সরকার নিজের উদ্যোগে সকলকে বাড়ি তৈরি করে দেবে। ডিসেম্বর মাসের মধ্যেই এই কাজ করবে রাজ্য সরকার।’
ভোটের হার বৃদ্ধি নিয়েও এদিন সরব ছিলেন মমতা। তিনি বলেন, ‘ভোটদানের হার বাড়িয়ে দিচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার। বিষয়টি নিয়ে কমিশনকে জানিয়েছে তৃণমূল কংগ্রেস।’ কেন্দ্রের বিজেপি সরকারকে কটাক্ষ করে মমতা বলেন, ‘প্রতিটি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম যে হারে বাড়ছে তাতে আগামীদিনে সাধারণ মানুষের জীবনে সমস্যা বাড়বে।’