শনিবার ২৩ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sumit | ০২ মে ২০২৪ ১৫ : ০০Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তান চাইছে রাহুল গান্ধী ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হোক। কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাকিস্তানের এক মন্ত্রী রাহুল গান্ধীর হয়ে কথা বলার পরই রাহুলকে শাহজাদা বলে তোপ দাগেন মোদি। গুজরাটে এক জনসভায় মোদি বলেন, কংগ্রেস যেখানে দেশে শক্তিহীন হয়ে পড়ছে সেখানে পাকিস্তান কান্নাকাটি করছে। পাকিস্তান মনেপ্রাণে চায় শাহজাদা প্রধানমন্ত্রী হোক। প্রতিবেশী দেশ চায় না ভারতের শক্তিশালী সরকার হোক। তাঁরা চায় ভারতে দুর্বল এবং দুর্নীতির সরকার চলুক। এদিনের সভা থেকে ইন্ডিয়া জোটকেও কটাক্ষ করেন মোদি। তিনি বলেন, দুদফার ভোটেই বিজেপি এগিয়ে গিয়েছে। এবার ইন্ডিয়া জোটের চিন্তা বাড়ছে। শুধু গুজরাট নয়, গোটা দেশে বিজেপি ভাল ফল করবে। কংগ্রেসের শাহজাদা পরিবারতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার যে কাজ করছে তাকে ছুঁড়ে ফেলে দেবে ভারতের জনতা। প্রসঙ্গত, আগামী মঙ্গলবার তৃতীয় দফাতেই গুজরাটে ভোট হবে। তার আগে ফের একবার কংগ্রেসের সঙ্গে পাকিস্তানের যোগ স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী।