বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | Narendra Modi: মেরুকরণের লক্ষ্যে এনডিএ প্রার্থীদের চিঠি প্রধানমন্ত্রীর

Pallabi Ghosh | ৩০ এপ্রিল ২০২৪ ২২ : ৩২Pallabi Ghosh


বীরেন ভট্টাচার্য, দিল্লি: তপশিলি জাতি, উপজাতি এবং ওবিসিদের সংরক্ষণ ছিনিয়ে নিয়ে তা মুসলিমদের হাতে তুলে দিতে চায় কংগ্রেস। লোকসভা নির্বাচনের তৃতীয় পর্বের ভোটগ্রহণের আগে এনডিএ প্রার্থীদের দেওয়া ব্যক্তিগত চিঠিতে এই অভিযোগ তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ এনডিএ প্রার্থীদের চিঠি দিয়েছেন তিনি। চিঠিতে প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন, নিজেদের ভোটব্যাঙ্ক অটুট রাখতে মানুষের কষ্টার্জিত অর্থ ছিনিয়ে নিতে চায় বিরোধী শিবির।
উত্তরাধিকার কর নিয়ে বিগত কয়েক সপ্তাহ ধরে ব্যাপক সমালোচনা হয়েছে। বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, ক্ষমতায় এলে উত্তরাধিকার কর চালু করার কথা ইস্তাহারে উল্লেখ করেছে কংগ্রেস। যদিও সেই দাবিকে চ্যালেঞ্জ করেছে কংগ্রেস নেতৃত্ব। এনডিএ প্রার্থীদের দেওয়া চিঠিতে সেই বিষয়টিই খুঁচিয়ে তুলেছেন প্রধানমন্ত্রী মোদি। তিনি চিঠিতে লিখেছেন, "এটা কোনও সাধারণ নির্বাচন নয়। বিরোধীরা দেশের মানুষের কষ্টার্জিত সম্পত্তি কেড়ে নিয়ে তাদের ভোটব্যাঙ্ক তুষ্টিকরণের কাজে লাগাতে চায়। কংগ্রেস জানিয়েছে, তারা উত্তরাধিকার কর চালু করবে। তাদের থামাতে সারা দেশকে একত্রিত হতে হবে।" প্রসঙ্গত, ইস্তাহারে উত্তরাধিকার কর নিয়ে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। যদিও সেই চিঠির কোনও জবাব আসেনি। তারমধ্যে ধর্মীয় মেরুকরণ উস্কে দিয়ে এনডিএ প্রার্থীদের চিঠি দিলেন প্রধানমন্ত্রী। অমিত শাহকে দেওয়া চিঠিতে তাঁকে দলের সবচেয়ে মূল্যবান কর্মী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী মোদি এবং উল্লেখ করেছেন, প্রথমে গুজরাট এবং পরে কেন্দ্রে সফলতম মন্ত্রী শাহ। জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার, তিন ক্রিমিনাল আইন পাস করানোর মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য অমিত শাহের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী মোদি। দেশের মানুষের জীবনযাত্রার উন্নতির জন্য এনডিএ প্রার্থীদের জেতানো প্রয়োজন বলে দাবি করেছেন তিনি। ২০৪৭ সালের জন্য সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর



সোশ্যাল মিডিয়া



04 24