শনিবার ২১ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৮ এপ্রিল ২০২৪ ২১ : ৩৮Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির পর থেকেই বারবার চর্চায় উঠে এসেছে সুনীতা কেজরিওয়ালের নাম। অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী তিনি। দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারির পর রাজনীতির ময়দানে সুনীতা। আগেই জানা গিয়েছিল এই লোকসভা ভোটে সুনীতা আপ-এর প্রচারকের তালিকায় রয়েছেন। রবিবার দিল্লি পশ্চিমের আপ প্রার্থীর হয়ে প্রচার করলেন তিনি, রইলেন রোড শোয়ে। মহাবল মিশ্রর সমর্থনে এদিন তিনি রোড শো করেন। ডাক দিয়েছেন গণতন্ত্র বাঁচানোর । একই সঙ্গে সুর চড়িয়েছেন বিজেপির বিরুদ্ধে। প্রচারে সুনীতা বলেন, ভারত মায়ের মেয়ে হিসেবে তিনি স্বৈরাচারের বিরুদ্ধে এবং গণতন্ত্র বাঁচানোর স্বার্থে ভোট দানের আবেদন করছেন। সঙ্গেই বলেন, মানুষের জন্য কাজ করছিলেন কেজরিওয়াল, আর সেই কারণেই তিনি জেলে। অরবিন্দ কেজরিওয়ালকে সিংহের সঙ্গে তুলনা করে সুনীতা বলেন, কেউ তাঁকে দমিয়ে রাখতে পারবে না। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় একাধিকবার তলবের পর গ্রেপ্তার করা হয়েছে আপ সুপ্রিমো, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। তবে গ্রেপ্তার হওয়ার আগের মুহূর্তেও তিনি দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেননি। এখনও তিনিই রয়েছেন মুখ্যমন্ত্রীর কুর্সিতে। শুরু থেকেই আপ জানিয়েছিল, প্রয়োজনে দল চলবে জেল থেকেই।