শনিবার ২১ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sumit | ২৮ এপ্রিল ২০২৪ ১৮ : ৪২Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: লোকসভা ভোট চলছে। সাত দফার মধ্যে দুদফা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এবারের ভোটে অন্যতম ইস্যু সংরক্ষণ। শাসক থেকে শুরু করে বিরোধী সকলের মুখেই শোনা গিয়েছে সংরক্ষণের কথা। এবার সংরক্ষণের সমর্থন করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তিনি বলেন, সংঘ কখনও সংরক্ষণের বিরোধীতা করেনি। সংঘ মনে করে ততদিন পর্যন্ত সংরক্ষণ দেওয়া উচিত যতদিন তা প্রয়োজন।
তিনি আরও বলেন, সংরক্ষণ নিয়ে আরএসএসের বিরোধীতা করে কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে বলা হয়েছে আমরা সংরক্ষণের বিরোধী। এই সমস্ত দাবি একেবার মিথ্যা। একদিকে যেখানে খোদ প্রধানমন্ত্রী সংরক্ষণ নিয়ে বিরোধী শিবিরকে আক্রমণ করেছেন। অন্যদিকে কংগ্রেসও জানিয়েছে সংবিধান ও সংরক্ষণকে তারা রক্ষা করবে। ভোটের বাজারে মোহন ভাগবতের এহেন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।