বুধবার ০৯ অক্টোবর ২০২৪

সম্পূর্ণ খবর

খেলা | Mohun Bagan: হাবাসের কাছে কালই‌ ফাইনাল, ৯০ মিনিটেই ম্যাচ শেষ করা লক্ষ্য

Sampurna Chakraborty | ২৭ এপ্রিল ২০২৪ ২২ : ৫২Sampurna Chakraborty


সম্পূর্ণা চক্রবর্তী: ভুবনেশ্বরে সেমিফাইনালের প্রথম লেগে ১-২ গোলে হার। ফাইনালে যাওয়ার সহজ অঙ্ক মোহনবাগানের সামনে। রবিবার ফিরতি লেগে ওড়িশাকে দু"গোলের ব্যবধানে হারাতে হবে। তবে সরাসরি ফাইনালের টিকিট মিলবে। এক গোলের ব্যবধানে জিতলে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়। সেখানেও ফয়সালা না হলে টাইব্রেকারে ফাইনালিস্ট নির্ধারিত হবে। ড্র করলে বা হারলে বিদায়। তবে এত অঙ্কের মধ্যে যেতে চান না আন্তোনিও লোপেজ হাবাস। নব্বই মিনিটেই খেলা শেষ করতে চান বাগানের বর্ষীয়ান কোচ। ভুবনেশ্বরে হারের পর জানিয়েছিলেন, কলকাতায় রেজাল্ট বদলে দেবেন। সেই আত্মবিশ্বাসের সুর শোনা গেল গলায়। তবে শিবিরে আত্মতুষ্টি প্রবেশ করতে দিতে চান না। সেমিফাইনাল হলেও রবিবারের ম্যাচকে ফাইনাল হিসেবেই দেখছেন। হাবাস বলেন, "ফুটবলাররা যাতে অতিরিক্ত আত্মবিশ্বাসী না হয় সেদিকে নজর রাখতে হচ্ছে। লিগ শিল্ড জেতার পর আত্মতুষ্টি চলে আসা স্বাভাবিক। যার খেসারত আমাদের দিতে হয়েছে। তবে তার পুনরাবৃত্তি হবে না। আমরা নিজেদের একশো শতাংশ দেব। আমাদের কাছে ম্যাচটা সেমিফাইনাল নয়, ফাইনাল। আমরা নব্বই মিনিটেই খেলা শেষ করতে চাই। এক্সট্রা টাইম বা টাইব্রেকার নিয়ে ভাবছি না।" ভুবনেশ্বরে প্রচণ্ড গরমের মধ্যে খেলতে হয়েছে। রবিবার কলকাতার তাপমাত্রা ৪০ ঊর্ধ্ব থাকবে। হাঁসফাঁস গরমের মধ্যে খেলা কতটা কঠিন? সেই নিয়ে ভাবিত নন বাগান কোচ। হাবাস বলেন, "আমরা ভুবনেশ্বরে প্রচণ্ড গরমের মধ্যে খেলেছি। এখানেও খেলতে হবে। যা আমাদের হাতে নেই সেই নিয়ে ভাবতে চাই না। তবে ম্যাচটা ৯০ মিনিটের মধ্যে শেষ করে ফেলতে পারলে আশা করছি খুব বেশি সমস্যায় পড়ব না।" 

আরেক সেমিফাইনালে গোয়াকে অন্তিমলগ্নে তিন গোল দেয় মুম্বই। কিন্তু সেই ম্যাচ থেকে কোনও শিক্ষা নিতে চান না হাবাস। শেষ মিনিটের জন্য কিছু ফেলে রাখতে চান না আইএসএলের অন্যতম সেরা কোচ। অর্থাৎ বোঝাই যাচ্ছে রবিবার প্রথম মিনিট থেকেই প্রেসিং ফুটবল খেলবে সবুজ মেরুন। তবে অলআউট ঝাঁপাতে গিয়ে যাতে রক্ষণের ফাঁকফোকর বেরিয়ে না যায়, সেদিকেও নজর রাখতে হবে। কারণ একাধিক ম্যাচে এগিয়ে গেলেও তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি বাগান। ওড়িশার বিরুদ্ধেও তেমনই হয়েছে। তবে সেই নিয়ে ভাবছেন না। ভয়ঙ্কর রয় কৃষ্ণকে রুখতে স্ট্র্যাটেজিও বদলাচ্ছেন না। নিজেদের চেনা আক্রমনাত্মক ফুটবলই ভরসা স্প্যানিয়ার্ডের। হাবাস বলেন, "ফুটবলে গোল হজমও একটা অঙ্গ। কত গোল খেলাম সেই নিয়ে ভাবি না। আমার কাছে ১-০ তে জেতার থেকে ৪-৩ গোলে জেতা ভাল। এক ম্যাচে দলের ফরমেশন বদল করব না। আমরা যে ছকে খেলি, সেটাই খেলব। রয় কৃষ্ণ খুবই বুদ্ধিমান ফুটবলার। ওকে সবসময় কভার করে রাখতে হবে।" লালকার্ডের জন্য আর্মান্দো সাদিকুকে পাওয়া যাবে না। অনেকেই এটাকে শাপে বর মনে করলেও হাবাস জানিয়ে দিলেন, এরকম একটি গুরুত্বপূর্ণ ম্যাচে সাদিকুর না থাকাটা বড় ক্ষতি। তবে বিপক্ষেও থাকছেন না দেলগাডো। সুতরাং শুধু তিনি নয়, সমস্যায় থাকবেন লোবেরাও। ওড়িশাকে সমীহ করছেন বাগান কোচ। বিশেষ করে সার্জিও লোবেরাকে। তবে জানাতে ভুললেন না লিগ পর্বে তাঁর পেছনে শেষ করেছেন ওড়িশার কোচ। হাবাস বলেন, "ওড়িশা শক্তিশালী দল। কোচ ভাল। তবে লিগ পর্বে আমি লোবেরার অনেক আগে শেষ করেছি। ম্যাচটা সহজ হবে না। আমাদের তৈরি থাকতে হবে। আশা করছি লোবেরা অন্য কোনও বছর লিগ জিতবে।" ডুরান্ড কাপের পর আইএসএল লিগ শিল্ড জিতে "ডবল" করেছে বাগান। এবার "ট্রিপল" করার বিষয়ে বদ্ধপরিকর মানবীর সিং। আশা, সাদিকুর অভাব পুশিয়ে দেবেন কামিন্স। শনিবার সন্ধেয় যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে প্রাক ম্যাচ প্রস্তুতি সারেন কাউকো, ইউস্তেরা। বেশ চনমনে দেখায় বাগান শিবিরকে। টিম স্পিরিট বাড়াতে ডেকে নেওয়া হয়েছে আশিক কুরুনিয়নকে। এদিন মোহনবাগানের অনুশীলনে হাজির ছিলেন তিনি। ঠিক একইভাবে আগের বছর ফাইনালের আগের দিন ডেকে নেওয়া হয়েছিল জনি কাউকোকে। ব্যাক টু ব্যাক ফাইনাল খেলার পথে বাগানের কাঁটা লোবেরা। দুই স্প্যানিশের মহজাস্ত্রের লড়াইয়ের সাক্ষী থাকবে যুবভারতী। রবিবারের যুবভারতী থাকবে হাউজফুল। ইতিমধ্যেই সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। ৬২,০০০ সমর্থকদের সামনে খেলার অ্যাডভান্টেজ নিতে মরিয়া হাবাস। 
 




বিশেষ খবর

নানান খবর

AD

নানান খবর

অভিনব উদ্যোগ, স্ত্রীর অনুরোধে বাড়িতে দুর্গাপুজো করছেন মেহতাব ...

ইস্টবেঙ্গলের নতুন কোচ অস্কার ব্রুজন, মরশুম শেষ পর্যন্ত চুক্তি ...

বড় চমক, প্যারিস অলিম্পিকের পদকজয়ীকে হারালেন বাংলার ঐহিকা...

সাত বছর খেলছেন নাইটদের হয়ে, নেতৃত্বও দিয়েছেন, কিন্তু কেকেআর-এ নিজের ভবিষ্যৎ জানেন না এই তারকা ...

মহারাষ্ট্র সরকারের ওপর ক্ষুব্ধ প্যারিস অলিম্পিকে পদক জয়ী শুটারের বাবা...

এই টুর্নামেন্ট মাত্র একবার জিতেছে ভারতীয় ক্রিকেট দল, সাত বছর পর ফের নামছে লড়াইয়ের ময়দানে...

অবসরের আগে দেশের মাটিতে শেষ টেস্ট খেলার সুযোগ পেতে পারেন শাকিব...

হংকং ক্রিকেট সিক্সেসে ফিরছে ভারত, আট বছর পর ফের শুরু হারিয়ে যাওয়া টুর্নামেন্ট...

নবরাত্রির ভোজ নিয়ে নেটমাধ্যমে খুনসুঁটি বিরুষ্কার, মন জিতলেন ভক্তদের...

নবরাত্রির ভোজ নিয়ে নেটমাধ্যমে খুনসুঁটি বিরুষ্কার, মন জিতলেন ভক্তদের...

এভাবেও শট মারা যায়! পাণ্ডিয়ার 'নো লুক আপার কাট' নিয়ে চর্চা গোয়ালিয়রে, রইল ভিডিও ...

গোয়ালিয়রে টাইগারদের আত্মসমর্পণ, প্রথম টি-টোয়েন্টিতে ভারতের দুরন্ত জয় ...

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পাক বধ, প্রথম জয় এল কিন্তু কাঁটা সেই রান রেট...

সুটকেস ভেঙে প্রায় দু' টুকরো, ছবি পোস্ট করে বিমান সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রানি...

ইংল্যান্ড সিরিজের আগে পাক ব্যাটারদের ধমকালেন জিলেসপি, সাজঘরের কথা প্রকাশ্যে আনলেন প্রাক্তন পাক তারকা ...



সোশ্যাল মিডিয়া



04 24