বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৭ এপ্রিল ২০২৪ ২১ : ০৭Pallabi Ghosh
আবু হায়াত বিশ্বাস, দিল্লি: আবগারি মামলায় জেলবন্দি অরবিন্দ কেজরিওয়াল। তাঁর অনুপস্থিতিতে দলের ভোট প্রচারের নেতৃত্ব দিচ্ছেন সুনীতা কেজরিওয়াল। শনিবার থেকেই দিল্লিতে আম আদমি পার্টির প্রার্থীর সমর্থনে প্রচারে ঝাঁপালেন কেজিরওয়ালের স্ত্রী। পূর্ব দিল্লির আপ প্রার্থী কুলদীপ কুমারের সমর্থনে রোড শো করেন সুনীতা কেজরিওয়াল। দলীয় প্রার্থীকে জেতানোর জন্য জনতার কাছে আবেদন রাখলেন। কেজরিওয়ালকে জেলে পাঠানোর জন্য বিজেপিকে হারিয়ে জবাব দেওয়ার আবেদন জানান সুনীতা কেজরিওয়াল। শুক্রবারই আপের তরফে জানানো হয়েছিল, কেজিরওয়ালের অনুপস্থিতে দলের প্রচারের মুখ হচ্ছেন সুনীতা। দিল্লি, হরিয়ানা, গুজরাট, পাঞ্জাবে দলের হয়ে প্রচারে যাবেন তিনি।
দিল্লি বিধানসভা নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালের হয়ে প্রচারে দেখা গিয়েছিল সুনীতাকে। তাছাড়া তেমনভাবে সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি তাঁকে। কিন্তু আবগারি মামলায় আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হওয়ার রাজনীতির ময়দানে দেখা যাচ্ছে। কেজরিওয়ালের গ্রেপ্তারির প্রতিবাদে প্রথমবার দিল্লির রামলীলা ময়দানের ইন্ডিয়া জোটের সমাবেশে তাঁকে দেখা গিয়েছিল। তারপরেও বেড়েছে সক্রিয়তা। কেজরিওয়ালের অনুপস্থিতিতে দলকে অটুট রাখতে ময়দানে নামতে হয়েছে সুনীতাকে। দিল্লিতে সাতটি লোকসভা আসনের মধ্যে চারটিতে আপ ও ৩টি আসনে কংগ্রেস লড়ছে। বিজেপিকে হারাতে দুই দল জোট করে লড়ছে রাজধানীতে। আপের প্রার্থী রয়েছে পূর্ব ও পশ্চিম ও দক্ষিণ দিল্লি, নিউ দিল্লি লোকসভা কেন্দ্র। এই চারটি আসনেই দলীয় প্রার্থীদের হয়ে প্রচার করবেন সুনীতা। অন্য রাজ্যেও দলের প্রার্থীর হয়ে ভোটের প্রচার করবেন তিনি।