আজকাল ওয়েবডেস্ক: কেটে গিয়েছে দীর্ঘ চার বছর। এতদিন বন্ধ ছিল মেলা। আবার ফিরতে চলেছে ঐতিহ্যবাহী পৌষমেলা। ২০১৯ সালের পর এই মেলার ফের আয়োজন করতে চলেছে শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষ। 

 

 

আগামী ডিসেম্বরে পূর্বপল্লীর মাঠে ফিরছে এই মেলা। সম্প্রতি বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারের সভাকক্ষে এক ম্যারাথন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

 

 

২০২৩ সালে বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্ট রাজ্য সরকারকে মেলা আয়োজনের দায়িত্ব দিলেও তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। এবার, ট্রাস্ট ডিড অনুযায়ী, মূল আয়োজক থাকবে শান্তিনিকেতন ট্রাস্ট, এবং বিশ্বভারতী কর্তৃপক্ষ সহযোগিতার ভূমিকা পালন করবে। মেলা আয়োজনের জন্য আগের মতোই জল, বিদ্যুৎ, নিকাশি, এবং নিরাপত্তা ব্যবস্থা প্রভৃতির জন্য রাজ্য সরকারের কাছে সহযোগিতা চাওয়া হবে। এই বিষয়ে শিগগিরই একটি চিঠি পাঠানো হবে।

 

 

 

বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিশ ঘোষ বৈঠকের পর বলেন, এবার মেলা ট্রাস্ট ও বিশ্বভারতীর তত্ত্বাবধানে হবে। রাজ্য সরকারের কাছ থেকে বিভিন্ন বিষয়ে সহযোগিতা নেওয়া হবে। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শান্তিনিকেতন ট্রাস্টের নিয়ম অনুযায়ী প্রতি বছর সাত পৌষ এই মেলার আয়োজন করার কথা। ২০১৯ সালে পূর্বপল্লীর মাঠে শেষবার মেলা হয়েছিল। তবে কোভিড পরিস্থিতি এবং প্রশাসনিক সংকটের কারণে ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত মেলা বন্ধ ছিল। এবার ফিরছে মেলা, তাতে খুশির হাওয়া স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের মধ্যে।