আজকাল ওয়েবডেস্ক: শীতের মরশুমে ঠাণ্ডা ও শুষ্ক বাতাসের কারণে ত্বকে শুষ্কতা বেড়ে যায়। যার কারণে ত্বক প্রাণহীন দেখাতে শুরু করে। এই অবস্থায় ত্বকের সঠিক যত্ন না নিলে ধীরে ধীরে ত্বকের রং বিবর্ণ হতে শুরু করে। তাই শীতে ত্বকের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন।
যদিও এর জন্য বাজারে অনেক ধরনের ত্বকের যত্নের জিনিস পাওয়া যায়, কিন্তু এই পণ্যগুলিতে অতিরিক্ত মাত্রায় রাসায়নিক ব্যবহারের কারণে এর পার্শ্ব প্রতিক্রিয়াও প্রচুর। কিন্তু ঠান্ডায় ক্রিম তো মাখতেই হবে। তাই কেন রাসায়নিক প্রসাধনীর ব্যবহার করে ত্বকের ক্ষতি করবেন, পরিবর্তে কিছু ঘরোয়া উপায়ের উপর ভরসা রাখুন। ঘরেই তৈরি করুন প্রাকৃতিক উপাদান দিয়ে ক্রিম যা আপনার ত্বককে মসৃণ ও কোমল করবে।
একটি কাচের পাত্রে কয়েক টুকরো কেশর কে গোলাপ জল দিয়ে পাঁচ মিনিট ভিজিয়ে রাখুন। একটা সুন্দর রং এলে এক চামচ করে আমন্ড অয়েল ও অ্যালোভেরা জেল দিন। সঙ্গে দিন দুটি ভিটামিন ই ক্যাপসুল। সমস্ত উপকরণগুলো ভাল মতো মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। কাচের জারে ১৫ দিন এই ক্রিম রেখে দিতে পারবেন।
কেশরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে, যা ত্বক উজ্জ্বল করে এবং লাবণ্য ফেরায়। ভিটামিন সি থাকে, যা ত্বকের রঙ উজ্জ্বল করে। ক্যারোটিনয়েডস সমৃদ্ধ কেশর ত্বকের যত্নে সাহায্য করে ও বলিরেখা দূর করতে সাহায্য করে।ত্বকের কালচে ভাব দূর হয়ে লাবণ্য ফিরিয়ে আনতে পারে।
ত্বকের রক্ত সঞ্চালন ভাল হয় কেশরের ব্যবহারে। নিস্তেজ এবং ক্লান্ত চেহারার ত্বককে পুনরুজ্জীবিত করে। অ্যালোভেরা জেল ত্বককে ময়শ্চারাইজ করে, ত্বকের ছিদ্র খুলে ত্বককে নরম করে। অ্যালোভেরা জেল ত্বকের র্যাশ, চুলকানি, রোদে পড়া দাগ দূর করে। ত্বককে উজ্জ্বল করে এবং বয়সের ছাপ পড়তে দেয় না। সারাদিনের ধুলো ময়লা ও পরিবেশের দূষণ ত্বককে সহ্য করতে হয়। এর ফলে ত্বকে প্রচন্ড স্ট্রেস তৈরি হয়। এই অক্সিডেটিভ স্ট্রেস থেকে ত্বককে রেহাই দেয় ভিটামিন ই ক্যাপসুল।
