শুক্রবার ০৩ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৬ এপ্রিল ২০২৪ ১৪ : ০২Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: দ্বিতীয় দফার নির্বাচন দেশে। দেশের ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৮৮টি আসনে ভোট হচ্ছে শুক্রবার। এদিন কেরলের ২০ আসনের পাশাপাশি ভোট চলছে কর্নাটকের ১৪ আসনে, রাজস্থানের ১৩ আসনে, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের আটটি করে আসনে চলছে ভোট। এছাড়া মধ্যপ্রদেশের সাত, অসম ও বিহারের পাঁচটি করে আসনেও চলছে ভোট। বাংলা ও ছত্তিশগড়ের তিনটি করে আসনে চলছে ভোট। এছাড়া একটি করে আসনে ভোট চলছে জম্মু–কাশ্মীর, মণিপুর ও ত্রিপুরায়। দ্বিতীয় দফায় যেমন রয়েছেন একগুচ্ছ হেভিওয়েট প্রার্থী, তেমন সকাল থেকেই ভোট দিলেন হেভিওয়েটরা। আবার কোথাও দেখা গেল, বিয়ের বেশেই ভোট দিতে এলেন বর। কংগ্রেস সাংসদ শশী থারুর নিজের ভোটাধিকার প্রয়োগ করেন, নিজের কেন্দ্রে গিয়ে ভোট দেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজেও। কর্ণাটকে ভোট দেন অনিল কুম্বলে, বেঙ্গালুরুতে ভোট দেন রাহুল দ্রাবিড়, ভোটাধিকার প্রয়োগ করেন কংগ্রেস নেতা এ কে অ্যান্টনি, অমরাবতিতে ভোট দেন বিজেপির নবনীত রানা। মথুরায় কেন্দ্রে গিয়ে ভোট দেন আরজেডি নেতা জয়ন্ত চৌধুরি।