শনিবার ২৭ জুলাই ২০২৪

সম্পূর্ণ খবর

VIRAL: বিজেপি প্রার্থীর কল রেকর্ড ভাইরাল, তরজা রাম-বামে

Sumit | ২৫ এপ্রিল ২০২৪ ১৭ : ২১


মিল্টন সেন,হুগলি: সামাজিক মিডিয়ায় ভাইরাল শ্রীরামপুরের বিজেপি প্রার্থীর কথোপকথন। টাকা দিয়ে ভোটের টিকিট! এই মর্মে শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোসের ভাইরাল অডিও নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যে অডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। অডিওতে কয়েকটি ফোন কল রেকর্ড রয়েছে। বিজেপি প্রার্থীর একজন অপরিচিত ব্যাক্তির সঙ্গে হিন্দিতে কথোপকথন রয়েছে তাতে। প্রার্থী হওয়ার জন্য কাউকে টাকা দেওয়ার কথা বলা হচ্ছে। দিল্লিতে নিয়ে গিয়ে সেই টাকা দেওয়ার কথা সেই অডিওতে শোনা যাচ্ছে। এই প্রসঙ্গে কবির বোস বলেছেন, ওটা তাঁর গলা নয়। সম্পূর্ণই ফেক অডিও। এই প্রসঙ্গে তিনি নির্বাচন কমিশন ও পুলিশে অভিযোগ করেছেন। শ্রীরামপুরের বাম প্রার্থী দীপ্সিতা ধরের প্রচারে লেখা আছে কমরেড আর এই অডিও যে মাধ্যমে ছড়ানো হয়েছে সেটাও কমরেড লেখা। তাহলে কি এর সঙ্গে কোনও যোগ আছে। কবিরের দাবি এই ঘটনার তদন্ত প্রয়োজন, আদালতে মামলা করবেন তিনি। এধরনের মিথ্যা প্রচার কেনও করা হচ্ছে, এর পিছনে কারা আছে সেটা দেখা হোক।

এই প্রসঙ্গে বাম প্রার্থী দীপ্সিতা ধর বলেছেন, এই বিষয়টি তিনি শুনেছেন কিন্তু তা নিয়ে তাঁর বিন্দুমাত্র উৎসাহ নেই। এর আগেও এরকম একটি অডিও ভাইরাল হয়েছিল। সেটা নিয়েও তিনি কিছু বলেননি। তিনি যদি এই বিষয়টিকে মানুষের কাছে প্রচার করার চেষ্টা করতেন, তাহলে মিটিং মিছিলে প্রচার করতেন। উনি বলেছেন মামলা করবেন। দীপ্সিতা বলেছেন, উনি মামলা করুন প্রয়োজনে তিনি সাহায্য করবেন। আগে দেখা দরকার,  ওই ইউটিউব চ্যানেলের আইপি অ্যাড্রেসটা কার। তাঁর মনে হয় কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে যাবে। বিজেপির লোকই এসব ভাইরাল করছে। তাঁর দাবি, ভয়েস টেস্ট হোক। ওটা ওনার ভয়েস হলেও কিছু যায় আসে না হলেও কিছু যায় আসে না। উনি টাকা দিন টাকা নিন, তাতে তাঁর কিছুই যায় আসে না।




বিশেষ খবর

নানান খবর

Advertise with us

নানান খবর



রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া