শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Dooars: অবৈধ কারবারের অভিযোগে পর্যটনকেন্দ্রে তালা স্থানীয়দের

Riya Patra | ২১ এপ্রিল ২০২৪ ২০ : ২৮Riya Patra


অতীশ সেন, ডুয়ার্স: অবৈধ কারবার চলানোর অভিযোগে গ্রামবাসীরা ডুয়ার্সের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র "উল্টা ঘর"-এর গেটে তালা দিয়েছেন। সরকারি জমি দখল, স্থানীয় বাসিন্দাদের কাজ থেকে বের করে দেওয়া, নিয়মিত বেতন না দেওয়া, অপ্রাপ্তবয়স্ক কিশোর-কিশোরীদের ঘর ভাড়া দেওয়া সহ একগুচ্ছ অভিযোগ এনে রবিবার সকালে নাগরাকাটা ব্লকের অন্তর্গত আপার কলাবাড়ি এলাকায় ডায়না নদীর পাশে অবস্থিত এই বেসরকারি রিসোর্টটির গেটে তালা ঝুলিয়ে দেন স্থানীয় কিছু মানুষ। যদিও "ডুয়ার্স ফান সিটি"র কর্ণধার জিয়াউর রহমান জানান রাজনৈতিক দলের স্থানীয় নেতাদের দাবি মত তাদের ভোটের খরচ তিনি না দেওয়াতেই রিসোর্টের গেটে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। অবৈধ কাজকর্ম চালানোর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবী করে তিনি জানান, মোটা অঙ্কের টাকা চেয়ে তাকে আগেই হুমকি দেওয়া হয়েছিল, দাবীমতো টাকা না দেওয়াতেই তৃণমূলের ঝান্ডা হাতে কয়েকজন রিসোর্টের গেটে তালা লাগিয়ে দিয়েছে।

ডুয়ার্স ফান সিটি নামের এই রিসোর্ট ২০২২ সালে চালু হয়েছিল। শুরুর পরই বিভিন্ন অভিনব কারণে পর্যটকদের কাছে জনপ্রিয়তা লাভ করে। স্থানীয় বাসিন্দা মনোজ ছেত্রী বলেন, দীর্ঘ দিন ধরেই এই রিসোর্টে অপ্রাপ্তবয়স্ক ও যুবক-যুবতীদের ঘর ভাড়া দেওয়া হত। রিসোর্টের আড়ালে অবৈধ ব্যবসা চলত। গ্রামের বদনাম হচ্ছিল, তাই তারা এদিন রিসোর্টটি তালা বন্ধ করে দিয়েছেন। স্থানীয় আরেক বাসিন্দা কৃষ্ণা ছেত্রী বলেন, সেচ দপ্তরের প্রচুর জমি অবৈধ ভাবে দখল করে নিয়েছে রিসোর্টটি। স্থানীয় যারা কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের বের করে দিয়ে বাইরে থেকে কর্মী নিয়ে এসেছেন। তাদের দাবী স্থানীয়দের কাজে নিতে হবে এবং অবৈধ সব কাজকর্ম বন্ধ করতে হবে। তা না হলে তারা রিসোর্ট চালাতে দেবেন না।

রিসর্টের কর্ণধার শেখ জিয়াউর রহমান বলেন,রবিবার সকালে ১০ টা নাগাদ তৃণমূলের ঝান্ডা হাতে কয়েকজন রিসর্টের গেটে তালা লাগিয়ে দেয়। লোকসভা নির্বাচনের কিছু দিন আগে নাগরাকাটায় তৃণমূল ব্লক সভাপতি প্রেম ছেত্রী ফোন করে ভোট খরচের জন্য চাঁদা চান। জল গড়ায় আরও। এই বিষয়ে তিনি বানারহাট থানায় লিখিত অভিযোগ দায়ার করেছেন এবং পুলিশ প্রশাসনের ওপরই ভরসা রাখছেন।
টাকা চাওয়ায় অভিযুক্ত তৃণমূলের নাগরাকাটা ব্লক সভাপতি প্রেম ছেত্রী জানান, যে টাকা ওই রিসোর্ট মালিক দিয়েছিলেন সেটি তিনি ফিরিয়ে দিয়েছেন। ব্যক্তিগত ব্যবহার এর জন্য তিনি টাকা চাননি। রাজনৈতিক কাজে টাকা চাওয়ায় অন্যায়ের কিছু নেই বলেই তিনি জানান। তিনি বলেন, ওই রিসোর্টে অবৈধ ব্যবসা চলছিল বলেই সাধারণ মানুষে প্রতিবাদ করেছে, এর সাথে রাজনৈতিক কোনও যোগ নেই।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

প্রথম থেকে পঞ্চম শ্রেণীর পরীক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন, একাধিক রদবদলের কথা জানাল প্রাথমিক শিক্ষা পর্যদ...

নাগাল মিলছে না জিনাতের, পুরুলিয়ার মানুষ শিউরে উঠছেন ২০১৫-এর কথা মনে করে ...

নেই চিকিৎসক, কম্পাউন্ডারই রোগী দেখেন সাহেবখালি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ...

কীরকম ছিল সুলতানি আমলের স্নানাগার? উত্তর পেতে যেতে হবে মালদায়...

অনুপ্রবেশ হতে পারে সীমান্তের এই ১০টি গ্রাম দিয়ে, আশঙ্কায় মুড়ে দেওয়া হল সিসিটিভি ক্যামেরায়...

অভিষেক ব্যানার্জির নাম করে কালনার পুর-চেয়ারম্যানকে ফোনে হুমকি! ৫ লাখ দাবি, গ্রেফতার ৩ ...

কেমন আছেন স্নাতকোত্তর চিকিৎসকরা? খোঁজ নিতে হাসপাতালে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি ...

নিজের বন্দুক দিয়ে মাথায় গুলি করে আত্মঘাতী বিএসএফ জওয়ান, মাথাভাঙার ঘটনা...

বর্ষ শেষে দু'দিন বন্ধ থাকবে যশোর রোড, ভোগান্তির আশঙ্কা...

মুর্শিদাবাদে রেল লাইনে 'নাশকতার' ছক! ধৃত ২ যুবক ...

বড়দিনের রাতে বেপরোয়া গাড়ি, দোকান ভেঙে পরপর ধাক্কা বাইক-সাইকেলে, গতির বলি দুই...

আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরতে ফ্যাশন শো,  র‍্যাম্পে হাঁটলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি...

বড়দিনে ছাড়িয়ে গেল এবছরের সব রেকর্ড, আলিপুর থেকে দার্জিলিংয়ের চিড়িয়াখানা, কত ভিড় হল জানেন?...

বড়দিনে ঘরে মোবাইল ফোনের সঙ্গে নয়, সময় কাটুক মাঠে ,অভিনব উদ্যোগ তৃণমূল বিধায়কের ...

অশান্তি-উত্তেজনার মাঝেই বড়দিনের শুভেচ্ছা বিনিময় ভারত-বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



04 24