সোমবার ২৮ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Sumit | ১৯ এপ্রিল ২০২৪ ১৮ : ২০Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: গোটা দেশের সঙ্গে তাল রেখে নাগাল্যান্ডেও চলছে ভোট। তবে সেখানে ৬ টি জেলায় ভোটের হার প্রায় শূন্য। যেখানে দেশের অন্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ভোটের উৎসবে মেতেছেন মানুষ। সেখানে নাগাল্যান্ডের এই ৬ টি জেলায় ভোটের হার একেবারে নেই বললেই চলে। এই ছটি জেলায় ৭৩৮ টি পোলিং স্টেশন করা হয়েছিল। ভোটারের সংখ্যা ছিল ৪ লক্ষের বেশি। তবে কাউকেই ভোটকেন্দ্রের দিকে যেতে দেখা যায়নি। এর কারণ হল, পূর্ব নাগাল্যান্ডের প্রভাবশালী সংগঠন ইস্টার্ন নাগাল্যান্ড পিপলস ফ্রন্ট এই এলাকায় ভোট বয়কটের ডাক দিয়েছে। ইএনপিএ-র দীর্ঘদিনের দাবি, পূর্ব নাগাল্যান্ডের ২০ টি বিধানসভা কেন্দ্র করে পৃথকভাবে স্বায়ত্তশাসিত সংস্থা ফ্রন্টিয়ার নাগাল্যান্ড টেরিটরি তৈরি করতে হবে। এই সংগঠন আগেই ঘোষণা করেছিল ভোট প্রক্রিয়া শুরুর আগে যদি ফ্রন্টয়ার নাগাল্যান্ড টেরিটরি তৈরির বিজ্ঞপ্তি না দেওয়া হল তবে তারা ভোট বয়কট করবে। বাস্তবে দেখা গেল সেটাই হল।