মঙ্গলবার ০৭ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | RAM NAVAMI: রাম নবমীতে অস্ত্র নিয়ে মিছিল করার অধিকার কে দিয়েছে?: মমতা

Sumit | ১৯ এপ্রিল ২০২৪ ১৬ : ০৪Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের শক্তিপুরে রামনবমী মিছিলে দুষ্কৃতী হামলার জন্য বিজেপি-র নাম না করে ঘুরিয়ে তাদেরই দায়ী করলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। আসন্ন লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খানের সমর্থনে শুক্রবার হরিহরপাড়ার কিষাণমান্ডির মাঠে বক্তব্য রাখতে উঠে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি বলেন,"পরশু একটা ছোট ঘটনা হয়েছিল। গতকালও এখানে ওরা একটা সমস্যা করতে চেষ্টা করেছিল। ওসি এবং আমার এক ভাই আহত হয়েছে। মোট ১৯ জন আহত হয়েছে। কেন আপনারা অস্ত্র নিয়ে মিছিল করবেন ? রামনবমীতে ওদেরকে অস্ত্র নিয়ে মিছিল করার অধিকার কে দিয়েছে ? কে ওদেরকে মণিপুরে ২০০ চার্চ পোড়ানোর অধিকার দিয়েছে? কে মসজিদে বোমা ছোঁড়ার অধিকার দিয়েছে? কে অধিকার দিয়েছে সংখ্যালঘু দেখলেই এনআইএ ঢুকিয়ে দেওয়ার?" 
বিজেপির পাশাপাশি "ইন্ডিয়া" জোটের অন্যতম শরিক কংগ্রেস এবং সিপিএমকেও আজ তীব্র ভাষায় আক্রমণ করেন মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী ফের একবার বলেন," "ইন্ডিয়া" জোট আমিই তৈরি করেছি। এই রাজ্যে কংগ্রেস-সিপিএম "ইন্ডিয়া" জোট করে না। ওরা বিজেপি করে।"
কেরালার উদাহরণ টেনে এনে মুখ্যমন্ত্রী বলেন," কেরালাতে আমরা দেখতে পাচ্ছি কংগ্রেস-সিপিএম লড়াই করছে। আর এখানে ওরা আসন ভাগাভাগি করছে।" কংগ্রেস-সিপিএমকে ভোট দিলে এই রাজ্যে বিজেপির হাত শক্ত হবে বলে মুখ্যমন্ত্রী আজ দাবি করেন।
তৃণমূল সুপ্রিমো বলেন," মোদি দেশজুড়ে ওষুধের দাম বাড়িয়েছে। গ্যাসের দাম ৪০০ টাকা থেকে বাড়িয়ে ১১০০ টাকা করেছে। ভোট শেষের পর তা দেড় হাজার টাকা হয়ে যাবে। কেন্দ্রের সরকার রাজ্যের প্রাপ্য ১.৭৪ হাজার কোটি টাকা এখনও দেয়নি এই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন," তাও আমরা "কর্মশ্রী" প্রকল্পের মাধ্যমে রাজ্যে ন্যূনতম ৫০ দিন কাজের ব্যবস্থা করতে পেরেছি।"  




বিশেষ খবর

নানান খবর

কী কী উপসর্গ দেখলে সতর্ক হবেন? #hmpvindia #HMPV #aajkaalonline #symptoms

নানান খবর



সোশ্যাল মিডিয়া



04 24