সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৯ এপ্রিল ২০২৪ ১৪ : ০৬Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: প্রথম দফা নির্বাচনের দিনেই অশান্ত হয়ে উঠল মণিপুর। গত বছর থেকে হিংসার আগুন জ্বলছে রাজ্যের বিভিন্ন এলাকায়। ভোটের শুরুতেও উত্তেজনা ছড়াল। ভোটগ্রহণ চলাকালীন এক বুথে গুলি চালানোর অভিযোগ উঠেছে। ঘটনায় আহত হয়েছেন ৩ জন।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে আউটার মণিপুরের মৈরাঙ বিধানসভা এলাকার থামানপোকপি এলাকায়। একটি বুথ লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। ভোটের লাইনে যাঁরা দাঁড়িয়ে ছিলেন, আতঙ্কে তাঁরা পালানোর চেষ্টা করেন। ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এই এলাকায়।
অন্যদিকে ইম্ফলে ইনার মণিপুর আসনের থংজু বিধানসভা এলাকায় একটি বুথে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। এ ঘটনাতেও ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে নতুন করে আবার ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে।
সকাল ১১টা পর্যন্ত ১২ শতাংশ ভোট পড়েছে মণিপুরে। ইনার মণিপুরেই ভোট দিয়েছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।