বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sumit | ১৯ এপ্রিল ২০২৪ ১৩ : ০৭Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ভারতে লোকসভা ভোট শুরু হল শুক্রবার থেকে। ভোটের আবহ থেকে বাদ গেল না গুগুলও। নিজের ডুডুলে ভোটের প্রতীক দিয়ে সেও জানিয়ে দিল লোকসভা ভোটে পিছিয়ে নেই সে। প্রথম দফার ভোটে ভারতীয়রা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করলেন। যদি এবারের ভোটে জিতে ক্ষমতায় আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাহলে তিনি হবেন দেশের দ্বিতীয় ব্যক্তি যিনি টানা তিনবার প্রধানমন্ত্রী হবেন। তাঁর আগে জওহরলাল নেহেরু এই কৃতিত্ব অর্জন করেছিলেন। এদিন গুগুল ডুডুলের ভোটের আঙুল দেখিয়ে দিল সকল ভারতীয় আজ গণতন্ত্রের উৎসবে মেতেছেন। পরবর্তী ৪৪ দিন ধরে ভারতীয়রা তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে আগামী ৫ বছরের জন্য কে ক্ষমতায় থাকবেন তারই হিসেবনিকেশ হবে এই ভোটে। শুধু এদিন বলে নয়, এর আগেই গুগুল ডুডুল বিশেষ দিনগুলিতে তাঁদের লোগো পরিবর্তন করে। এবারেও তার ব্যতিক্রম হল না।