শুক্রবার ২২ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sumit | ১৭ এপ্রিল ২০২৪ ১৫ : ০৪Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ছত্তিশগড় সহ গোটা দেশকে মাওবাদি মুক্ত করা হবে। উন্নয়নের ক্ষেত্রে এরা অনেক বড় বাধা। মাওবাদিদের বিরুদ্ধে সুর চড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবারই ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর হাতে ২৯ জন মাওবাদির মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে অন্যতম মাওনেতা শঙ্কর রাওয়ের মৃত্যু হয়েছে। শঙ্কর রাওয়ের মাথার দাম ২৫ লক্ষ টাকা ছিল। বিজেপির এই সিনিয়র নেতা নিরাপত্তা বাহিনীকে শুভেচ্ছা জানিয়েছেন। এই দলের প্রধান লক্ষণ কেওয়াতের নাম প্রেসিডেন্ট পুরষ্কারের জন্য পাঠানো হবে বলেও জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁকে এনকাউন্টার স্পেশালিস্ট হিসাবেও বলা হয়েছে। মোট ৪৪ জন মাওবাদিকে এনকাউন্টার করেছেন তিনি। যে সমস্ত নিরাপত্তা বাহিনী আহত হয়েছেন তাঁদের সুস্থতাও কামনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবারের অপারেশনের পর চলতি বছরে মোট ৭৯ জন মাওবাদিকে এনকাউন্টার করা হয়েছে বলেই খবর।