শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sumit | ১৬ এপ্রিল ২০২৪ ১৮ : ১৭Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, দলের সিনিয়র নেতা মনীষ সিসোদিয়াস সত্যেন্দ্র জৈন সকলেই এখন জেলে। চলতি সপ্তাহ থেকেই শুরু হচ্ছে সাত দফার লোকসভা ভোট। গুজরাটে আপের তারকা প্রচারকের তালিকায় এবার নাম উঠে গেল কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়ালের। তার সঙ্গে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের নামও রয়েছে সেখানে। আপের পক্ষ থেকে মোট ৪০ জন তারকা প্রচারকের নাম নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে। এদের সঙ্গে থাকবেন আপের সংসদ সঞ্জয় সিং, রাঘব চাড্ডা এবং সন্দীপ পাঠক। ২১ মার্চ গ্রেপ্তার করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছে কেজরিওয়ালকে। গুজরাটে ২৬ টি আসন রয়েছে। সেখানে দুটি আসনে লড়ছে আপ। বালুচ এবং ভাবনগর থেকে প্রার্থী দিয়েছে আপ। গুজরাটে কংগ্রেস ২৬ টি আসনে প্রার্থী দিয়েছে। গুজরাটে একদফায় ভোট হবে ৭ মে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৯ এপ্রিল।