বৃহস্পতিবার ০২ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৬ এপ্রিল ২০২৪ ১৪ : ৪২Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: পরপর প্রচারে রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি। মঙ্গলবার ময়নাগুড়িতে নির্মল চন্দ্র রায়ের সমর্থনে জনসভায় কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি। শুধু বিজেপি নয়, বাম-কংগ্রেসের বিরুদ্ধেও। তিনি বলেন, "বাংলায় আমরা একা লড়ছি বিজেপির বিরুদ্ধে। কারণ সিপিএম, কংগ্রেস এখানে বিজেপি করে, তৃণমূলের ভোট কাটতে বিজেপির দালালি করে।" ভোটমুখী রাজ্যে-দেশে নেতা-নেত্রীদের দলবদল প্রসঙ্গে এদিন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো সাফ বললেন, "বিজেপিতে কারা যাচ্ছে? যার অনেক টাকা। সিবিআই-ইডি-এনআইএ-র ভয়ে। পাছে সিবিআই-ইডি-ইনকামট্যাক্স ধরে।" জনসভা থেকে তৃণমূল নেত্রী বলেন, "বিজেপি-সিবিআই-ইডি ভাইভাই।" ইডি-সিবিআই আধিকারিকরা বিজেপি করার জন্য বলছেন বলেও এদিন অভিযোগ করেন মমতা। বিজেপি ছাড়া "চোর-ডাকাতদের" কোনও গতি নেই বলেও চরম কটাক্ষ করেছেন তিনি। শুধু এখানেই থেমে থাকেননি, বিজেপিকে "পকেটমারের দল" বলেও উল্লেখ করে মমতা বলেন, "বিজেপি পকেটমারের দল, মানুষের পকেট কেটে নিজেদের পকেট ভরছে।" মমতা এদিন বলেন, "আমার গাড়ি দেখে ওরা চোর চোর বলছে। ওঁদের পিতৃদেবের পয়সায় এক কাপ চা খেয়েছি? এত বড় সাহস! আমার গাড়ি দেখে চোর বলছে! ভোট বলে কিছু বলিনি। তা ছাড়া আমি নরেন্দ্র মোদি, অমিত শাহ নই, জিভ টেনে নেওয়ার কথা বলব না। ওঁরা বলেন বেছে বেছে জেলে পাঠাব।"
"বিজেপি দেশকে বিক্রি করে দিচ্ছে", যুব সম্প্রদায়ের কাছে মোদি-শাহের, বিজেপির হাত থেকে "দেশ বাঁচানোর" অনুরোধ করেন মমতা। জলপাইগুড়ির ক্ষতিগ্রস্তদের পাশে কীভাবে তিনি দাঁড়িয়েছেন শুরু থেকে সেকথা বলার সঙ্গেই মমতা বলেন, "নির্বাচনকালে অনেককিছু চাইলেও করা যায় না। কারণ বিজেপির কমিশন বসে আছে।" রামনবমীর দিন অশান্তি ছড়াতে পারে আশঙ্কা করে আগের দিন সতর্ক করেছেন মমতা।