শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১৫ এপ্রিল ২০২৪ ১৮ : ০৮Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: তমলুকে বৈঠক সেরে সাংবাদিকদের মুখোমুখি হয় হেলিকপ্টার কাণ্ড নিয়ে সরব অভিষেক ব্যানার্জি। এদিন বেহালা ফ্লাইং ক্লাবে নির্বাচনী কমিশনের তিন আধিকারিক এসেছিলেন হেলিকপ্টার কাণ্ডের তদন্তের জন্য। উল্লেখ্য, রবিবার অভিষেকের কপ্টারে তল্লাশি চালায় আয়কর দপ্তর।
এদিন অভিষেক বলেন, ‘কপ্টারে আয়কর তল্লাশি চালিয়েও কিছু পায়নি। কপ্টারের ট্রায়াল রানে বাধা দেওয়া হয়েছে। তল্লাশিতে কিছু না পেয়ে ট্রায়াল রানে বাধা দিয়েছে। নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে। আমার নিরাপত্তারক্ষীদের ধমকানো হয়েছে’। তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক আরও বলেন, ‘তল্লাশি নিয়ে আমার আপত্তি নেই। রেইড করে যখন কিছু পাওয়া গেল না তখন ট্রায়াল রানে বাধা দেওয়া হল। সেই অধিকারটা ওদের নেই। তল্লাশি ওরা করতেই পারেন। সারা হেলিকপ্টার খুঁজেছে। কিচ্ছু পায়নি’।