শনিবার ২৩ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | VOTE: গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবে অংশ নিন, আবেদন ‘গোলাপ সুন্দরী’-র

Sumit | ১২ এপ্রিল ২০২৪ ১৭ : ৩৬Sumit Chakraborty


মিল্টন সেন, হুগলি: দুই পায়ে ঘুঙুর। হাতে ব্যানার, পরণে ঘাগড়া, মুখে ছড়া। পথে পথে ঘুরছেন জনগনকে ভোট দেওয়ার আবেদন নিয়ে। আসন্ন গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব। পথে ঘুরে ঘুরে সেই লোকসভা নির্বাচনে স্বতস্ফূর্ত অংশ গ্রহণ করার আবেদন গোলাপ সুন্দরীর। নারী বেশে মানুষকে সচেতন করছেন দেবাশীষ মুখার্জি। পেশায় তিনি শিক্ষক। তবু সর্বত্র নিজেকে "বহুরূপী গোলাপ সুন্দরী" নামেই পরিচয় দেন। খানাকুল মাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ। শিক্ষকতার পাশাপাশি তাঁর নেশা সমাজ সচেতনতা। তাই বলতে গেলে বছরের অধিকাংশ অবসর সময় তিনি সামাজিক কাজে নিজেকে নিযুক্ত রাখেন। করোনাকালে গ্রামে গঞ্জে ঘুরে মানুষকে মাস্ক পড়ার আবেদন করা থেকে সামাজিক দূরত্ব বজায় রাখা। টানা ব্যস্ত থেকেছেন ডেঙ্গি নিয়ে সচেতনতা বাড়াতে প্রচারে। একইসঙ্গে বাল্যবিবাহ রোধে সমাজের তৃণমূল স্তরে ঘুরে ঘুরে তাঁর কাজ বিশেষ প্রশংসা অর্জন করেছে। নানান সচেতনতার বার্তা নিয়ে তিনি পায়ে হেঁটে হুগলি থেকে পৌঁছে গেছেন অযোধ্যা। আবার কখনও তিনি পৌঁছেছেন দিল্লি। তবে সচেতনতার বার্তা নিয়ে তাঁর পথ চলা থামেনি কখনই। সামনেই নির্বাচন। প্রয়োজন সমাজের সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ ছাড়া তা অসম্পূর্ণ থেকে যাবে। তাই আসন্ন লোকসভা নির্বাচনে সামিল হওয়ার আবেদন নিয়ে তিনি পৌঁছচ্ছেন সাধারণ মানুষের কাছে। আবেদন করছেন নিজের মত করে। ভোট প্রক্রিয়ায় সামিল হওয়ার জন্য নির্বাচন কমিশনের তরফে সর্বত্র পোস্টার ব্যানার লাগানো হয়েছে। কমিশন চাইছে অনেক বেশি করে মানুষ এই গণতন্ত্রের উৎসবে শামিল হোক। শুক্রবার হুগলি জেলা সদর চুঁচুড়ায় দেখা মেলে গোলাপ সুন্দরীর। রূপনগর মাঠে বসেছে সোনাঝুড়ি হাট। সেই হাটে পসরা সাজিয়ে বসেছেন বিভিন্ন জেলা থেকে আসা হস্তশিল্পীরা। সেই হাটে ঢুকে গোলাপ সুন্দরী ক্রেতা বিক্রেতা সকলকে তাঁর ছড়ার মাধ্যমে ভোট দানে উৎসাহী করেন। এদিন দেবাশীষ মুখার্জি বলেন, দেশের সরকার গড়ার এই গণতান্ত্রিক উৎসবে সবাই অংশগ্রহণ করুক। যার যাকে পছন্দ তাঁকে ভোট দিক নির্বাচিত করুক। আগামী দিনে যারা সাংসদ নির্বাচিত হবেন তারা দেশের এবং দেশের মানুষের জন্য কাজ করবেন। তাই সাধারণের কাছে নির্বাচনে অংশ গ্রহণের আবেদন করছেন। পাশাপাশি নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ করে তোলার ক্ষেত্রে তাঁদের সহযোগিতা প্রার্থনা করেছেন। 




বিশেষ খবর

নানান খবর

নানান খবর





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



04 24