বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

বিদেশ | Bangladesh: নববর্ষ উদযাপনে সময়ের 'শৃঙ্খল' মানতে নারাজ সংস্কৃতিপ্রেমীরা

Riya Patra | ১২ এপ্রিল ২০২৪ ১৪ : ৫৪Riya Patra


জয়ন্ত আচার্য, ঢাকা 
 বাঙালির বার মাসের তের পার্বণ। আর তার সূচনাই তো বর্ষবরণের মধ্যে দিয়ে। এবারের পহেলা বৈশাখের অন্যরকম আবহ। বাংলাদেশে জনগণ ইদের আনন্দের পরপরই আগামী রবিবার পহেলা বৈশাখ উদযাপনের আনন্দে মেতে উঠবে। ইদের ছুটির মধ্য পহেলা বৈশাখ উৎযাপনের চলছে চূড়ান্ত প্রস্তুতি। স্বরাষ্ট্র মন্ত্রনালয় পহেলা বৈশাখের সকল আনুষ্ঠান এদিন সন্ধের মধ্য শেষ করতে বলেছে। যদিও এই সিদ্ধান্তের বিরোধিতাও দেখা গিয়েছে কিছু ক্ষেত্রে। রাজধানী ঢাকায় বাংলা নববর্ষ বরণের সবচেয়ে বড় আয়োজন রমনা বটমূলে ছায়ানটের প্রভাতী সঙ্গীতায়োজন এবারও থাকছে। রমনা বটমূলে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হবে অনুষ্ঠান। সকাল সোয়া ৬টায় যন্ত্রসংগীতের সুরে শুরু হবে বর্ষবরণ । থাকবে বাঁশির রাগালাপ। অনুষ্ঠানে অংশ নেবেন ছায়ানটের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিতসহ প্রায় দেড়শ শিল্পী। থাকবে গান, কবিতা পাঠ। সম্মেলক কণ্ঠে গাওয়া হবে কাজী নজরুল ইসলামের কারার ওই লৌহ কপাটসহ আরও অনেক গান। ছায়ানট কতৃপক্ষ জানিয়েছে, তারা পয়লা বৈশাখে ছায়ানটের অনুষ্ঠান সফল করতে মাসব্যাপী প্রস্তুতি নিয়েছে। অপেক্ষা এখন সেই ভোরের।

পহেলা বৈশাখে মূল আর্কষণ থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা। শুক্রবার চারুকলায় গিয়ে দেখা গেল, শোভাযাত্রার শেষ মূহূর্তের কাজ শেষ করতে ব্যস্ত সকলে। তাঁরা ইদের ছুটিতেও বাড়িতে যাননি । এবারের শোভাযাত্রার চারটি শিল্প-কাঠামোর মাধ্যমে তুলে ধরা হবে দেশের অগ্রগতি। মঙ্গল শোভাযাত্রার স্লোগান ‘আমরা তিমির বিনাশী’। থাকবে হাতি, শিশু ও গন্ধগোকূলের অবয়ব। শিল্প-কাঠামোর মধ্যে আকারে সবচেয়ে বড় হয়েছে ২৩ ফুট দৈর্ঘ্যরে গন্ধগোকূল। বৈশাখী সকালে রাস্তায় যে হাতি বেরোবে, তার উচ্চতা ১২ ফুট। চার শিল্প-কাঠামোর সঙ্গে শোভাযাত্রায় আরও থাকবে রাজা-রানির মুখোশ, পাখির মুখোশ, লক্ষ্মীপেঁচা ও রয়েল বেঙ্গল টাইগারের প্রতিচ্ছবিময় প্রতিকৃতি। পহেলা বৈশাখ সকাল ৯টায় চারুকলা থেকে বের হবে এই শোভাযাত্রা।

বর্ষবরণের অনুষ্ঠান করবে শিল্পকলা একাডেমি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে হাজার কণ্ঠে বর্ষবরণ শীর্ষক সংগীতাসরের আয়োজন করবে সুরের ধারা। এছাড়া বাংলা একাডেমি, জাতীয় জাদুঘর, ঋষিজ শিল্পগোষ্ঠীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের পহেলা বৈশাখের আয়োজন থাকছে। এবারের পহেলা বৈশাখ প্রসঙ্গে সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, ইদ এবং পহেলা বৈশাখের উৎসবে আনন্দে এবার একাকার হয়ে যাবে বাংলার মানুষ। ইদের আনন্দ ধর্মীয় উৎসব হলেও এর একটি সর্বজনীনতাও আছে। অন্যদিকে পহেলা বৈশাখ বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় অসাম্প্রাদিক এবং প্রাণের উৎসব। দুটো একসঙ্গে মিলে ধনী, গরিব, নারী-পুরুষ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে মৈত্রীর বন্ধন সুদৃঢ় হবে। পহেলা বৈশাখ উপলক্ষে গ্রামে এবার মঙ্গল শোভাযাত্রা, বৈশাখী মেলাসহ নানা আয়োজন থাকবে। হালখাতা আর মিষ্টিমুখ চলবে বাজারে বাজারে। রাজধানী ঢাকার আয়োজনগুলিও থাকছে। তবে, পহেলা বৈশাখ, বাংলা বর্ষবরণের আয়োজনের সময় সংকোচন করে সরকারের দেওয়া সিদ্ধান্ত মানবে না বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। বাংলা বর্ষবরণ আয়োজন শেষ করতে সরকারের বেঁধে দেওয়া সময় শেষ হওয়ার পরপরই শুরু হবে উদীচীর অনুষ্ঠান। পহেলা বৈশাখের দিন সন্ধে ৬টা ০১ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত শাহবাগ প্রজন্ম চত্বরে চলবে “বর্ষবরণ মানে না শৃঙ্খল” শিরোনামে উদীচীর সাংস্কৃতিক আয়োজন।




নানান খবর

নানান খবর

দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রদেশে মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তি স্থাপন

জেমস ওয়েব টেলিস্কোপে জীবনের সম্ভাবনা: গ্রহ K2-18 b-তে ‘জীবনচিহ্ন’ মিলেছে

ক্ষমা চাক হার্ভার্ড, অপেক্ষায় ট্রাম্প! বিতর্কের মাঝেই সবটা জানাল হোয়াইট হাউস

ভবিষ্যতের অতিমারি নিয়ে বিরাট পদক্ষেপ নিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা, স্বাক্ষরিত হল কোন চুক্তি

গাজায় ফের গণমাধ্যমকর্মীদের উপর বর্বর হামলা, নিহত ২ সাংবাদিক, আহত ৯

সুদানে সর্ববৃহৎ বাস্তুহারা শিবিরে বর্বর হামলা, নিহত শতাধিক

একটি বিশেষ ধর্মের মানুষদের জন্য আলাদা করে তৈরি হয় কোকাকোলা, নেপথ্যে কোন রহস্য

পৃথিবীর একমাত্র স্থান যেখানে আপনি 'ভবিষ্যৎ দেখতে' পাবেন, কিন্তু সেখানে প্রবেশ নিষিদ্ধ

সারাজীবন থাকবে দাঁতের জোর, অবাক করা আবিষ্কার করলেন বিজ্ঞানীরা

অমরত্বের চাবি পেয়ে গেল বিজ্ঞনীরা, এবার জোরকদমে কাজ শুরু

মহাকাশ ১১ মিনিট কাটিয়ে এলেন গায়িকা কেটি পেরি, ছোট এই ট্যুর করতে খরচ কত? সাধারণের নাগালে কি?

১৬৫ মিলিয়ন যুগ আগের পায়ের ছাপ, কোন প্রাণীর সন্ধান পেলেন বিজ্ঞানীরা

প্রেম করছেন? বিয়েও নিশ্চয় করবেন মনের মানুষটিকে? তাহলে এই বিমা অবশ্যই করুন, মালামাল হবেন

লাতিন আমেরিকান সাহিত্যে নক্ষত্র পতন, প্রয়াত মারিও ভার্গাস যোসা

পিএনবি কেলেঙ্কারির মূল অভিযুক্ত মেহুল চোকসিকে বেলজিয়ামে কিভাবে গ্রেপ্তার করল পুলিশ? জেনে নিন 

ফ্রান্সের রাষ্ট্রপতি ম্যাক্রোঁর প্যালেস্তাইনকে স্বীকৃতির পরিকল্পনায় নেতানিয়াহু পুত্রের কটাক্ষ

উইসকনসিনে কিশোরের বিরুদ্ধে ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ

সোশ্যাল মিডিয়া