বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | BJP: দশম দফাতেও ডায়মন্ডহারবারে প্রার্থীর নাম ঘোষণায় ব্যর্থ বিজেপি

Riya Patra | ১০ এপ্রিল ২০২৪ ১৯ : ২০Riya Patra



বীরেন ভট্টাচার্য, নয়া দিল্লি: দশম দফাতেও ডায়মন্ডহারবার কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করতে পারল না বিজেপি। আজ দিল্লিতে দলের সদর দপ্তরের তরফে লোকসভা নির্বাচনে দশম দফার প্রার্থী তালিকায় রাজ্যের মাত্র আসানসোল কেন্দ্রে সুরিন্দর সিং আলুয়ালিয়ার নাম ঘোষণা করা হয়। ২০১৯ লোকসভা ভোটে তিনি প্রার্থী হয়েছিলেন বর্ধমান-দূর্গাপুর কেন্দ্রে। এবারে এই কেন্দ্রে দিলীপ ঘোষকে প্রার্থী করেছে বিজেপি। গতবারের লোকসভা ভোটে দিলীপ ঘোষ প্রার্থী হয়েছিলেন মেদিনীপুর কেন্দ্রে।

চণ্ডীগড় লোকসভা কেন্দ্রে অভিনেত্রী কিরণ খেরক সরিয়ে সঞ্জয় ট্যান্ডনকে প্রার্থী করা হয়েছে। কিরণ খের অভিনেতা অনুপম খেরের স্ত্রী। তাঁকে সরিয়ে চণ্ডীগড়ের রাজ্য সভাপতি সঞ্জয়কে প্রার্থী করা হয়েছে। এবারের প্রার্থী তালিকায় চণ্ডীগড় এবং বাংলার একটি করে এবং উত্তরপ্রদেশের ৭টি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। উত্তরপ্রদেশের মইনপুরী এবং কৌশাম্বীতে জয়বীর সিং ঠাকুর এবং বিনোদ শোনকরকে প্রার্থী করা হয়েছে। বাকিগুলির মধ্যে, ফুলপুরে প্রবীণ প্যাটেল, এলাহাবাদে নীরজ ত্রিপাঠী, বালিয়ায় নীরজ শেখর, মছলিশহরে বিপি সরোজ এবং গাজিপুরে পরসনাথ রাইকে প্রার্থী করেছে বিজেপি। কৌশাম্বী কেন্দ্রটি তপশিলি জাতি সংরক্ষিত। এই কেন্দ্র থেকে তৃতীয়বার লড়তে চলেছেন বিনোদ শোনকর। তিনি লোকসভার এথিক্স কমিটির চেয়ারম্যান। অন্যদিকে বারাউলির বিধায়ক জয়বীর সিং এর বিরুদ্ধে সপার প্রার্থী অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদব। এই কেন্দ্রটি সপার শক্ত ঘাঁটি বলেই পরিচিত। ২০১৯ লোকসভা নির্বাচনে মইনপুরী থেকে ৫৩.৭৫ শতাংশ ভোট পেয়ে জিতেছিলেন মুলায়ম সিং যাদব। অন্যদিকে বিজেপি প্রার্থী প্রেম সিং শাক্য ৪৪.০৯ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয়স্থানে ছিলেন। ফলে ৯ শতাংশের বেশি ভোটের ব্যবধান কমানো যথেষ্ঠ কঠিন হবে বিজেপি প্রার্থী জয়বীর সিং ঠাকুরের।




বিশেষ খবর

নানান খবর

Celebrating Children's Day  #ChildrensDay #HappyChildrensDay #HealthForKids #RightToLearn #NoToChildAbuse

নানান খবর



সোশ্যাল মিডিয়া



04 24