শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sumit | ১০ এপ্রিল ২০২৪ ১৪ : ০৭Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: আসানসোলে বিজেপি প্রার্থী হলেন সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া। বুধবার বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের প্রচারে এসে তাঁর নাম ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি বুধবার তাঁদের দশম প্রার্থী তালিকা প্রকাশ করে। সেখানেই আলুওয়ালিয়ার নাম দেখা যায়। বাংলায় দুটি আসনে প্রার্থী ঘোষণা বাকি ছিল বিজেপির। এক আসানসোল এবং দ্বিতীয় ডায়মন্ডহারবার। আসানসোলে প্রথম ভোজপুরী গায়ক পবন সিংকে প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছিল। কিন্তু পবন জানিয়ে দেন তিনি ভোটে লড়ছেন না। এরপর আসানসোল থেকে জিতেন্দ্র তিওয়ারির নাম শোনা গিয়েছিল। কিন্তু তৃণমূল অভিযোগ করে এনআইএ-র সঙ্গে জিতেন্দ্র তিওয়ারির গোপন বৈঠক হয়েছে। তাই শেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বুনিয়াদপুরের সভা থেকে অমিত শাহ আলুওয়ালিয়ার নামই ঘোষণা করেন। নতুন কোনও মুখে ভরসা না করে বিজেপি ফের পুরনোতেই আস্থা রাখল। বর্ধমান-দুর্গাপুরের প্রাক্তন সাংসদ এস এস আলুওয়ালিকেই আসানসোলের প্রার্থী করা হল।