রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ, সমাধানের পথে ক্ষুদ্র চা চাষীদের সমস্যা

Riya Patra | ০৪ এপ্রিল ২০২৪ ২১ : ৪৫Riya Patra


অতীশ সেন, ডুয়ার্স: নিষিদ্ধ কীটনাশক ও রাসায়নিক ব্যবহার ইস্যুতে ক্ষুদ্র চা চাষিদের সমস্যা সমাধানের পথে। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে শুক্রবার থেকে বটলিফ ফ্যাক্টারিগুলি পুনরায় কাঁচা চা পাতা কেনা শুরু করবে। ফলে উপকৃত হবেন উত্তরবঙ্গের ক্ষুদ্র চা চাষি ও এই শিল্পের সঙ্গে যুক্তদের পরিবারের প্রায় আট লক্ষ সদস্য। মুখ্যমন্ত্রী মালবাজারের নির্বাচনী সভা থেকে জানান- "দুদিন আগে চা শ্রমিকদের কাঁচা চা পাতা বিক্রি বন্ধ করে দিয়েছিল। আমি প্রশ্ন করেছিলাম, টি বোর্ড যদি অসমে এই বিধিনিষেধ তুলে নিতে পারে, তবে বাংলায় তা কেন বলবৎ থাকবে? আমি বন্ধ করতে দেব না, আমাদের সরকারের প্রশাসন বৈঠক করেছে, বৈঠক ফলপ্রসূ হয়েছে, আগামীকাল থেকে বটলিফ ফ্যাক্টারি গুলি আবার কাঁচা চা পাতা নেওয়া শুরু করবে।"

উত্তরবঙ্গের বটলিফ ফ্যাক্টারির সংখ্যা প্রায় ২৩৪টি, এই ফ্যাক্টরি গুলি বিভিন্ন ক্ষুদ্র চা চাষিদের থেকে কাঁচা চা পাতা কিনে তা থেকে পানযোগ্য চা বা "মেইড টি" তৈরি করে থাকে। কাঁচা চা পাতা বাগান থেকে তোলা থেকে চা তৈরি পর্যন্ত প্রক্রিয়ার কোথাও পাতা ধোয়া কিম্বা পাতায় থাকা কীটনাশক দূরকরার কোনও প্রক্রিয়া নেওয়া সম্ভব হয় না। তাই চা পাতায় কীটনাশক স্প্রে করলে সেই কীটনাশকের কিছুটা অংশ আমাদের চায়ের পেয়ালাতেও খুব সহজেই পৌঁছে যায়। কেন্দ্রীয় শিল্প বানিজ্যমন্ত্রক নিরাপদ চা তৈরির উপর গুরুত্ব দিয়ে চা পাতায় বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক কীটনাশক প্রয়োগ নিষিদ্ধ করেছিল। তৈরি হওয়া চায়ে কীটনাশক পাওয়া গেলে, যে ফ্যাক্টারি থেকে তা তৈরি হয়েছে সেটির উপর কড়া শাস্তিমূলক ব্যবস্থারও নিদান দিয়েছিল। এর জেরেই বটলিফ ফ্যাক্টারি গুলি ক্ষুদ্র চা চাষিদের থেকে কাঁচা চা পাতা কেনা এক প্রকার বন্ধ করে দেয়। বড় চা বাগানে তৈরি কাঁচা পাতা থেকে সেখানেই মেইড টি নির্মিত হয়, ফলে তাদের নিজেদের কাঁচামালের গুনগত মানের উপর নিয়ন্ত্রণ থাকে, কিন্তু বটলিফ ফ্যাক্টারি গুলি যেহেতু বাইরে থেকে কাঁচা চা পাতা কেনে, ফলে সেই পাতায় কীটনাশক আছে কি না, তা তাদের পক্ষে জানা সম্ভব নয়। ফলে তারা জানিয়েছিল কাঁচা চা পাতায় ক্ষতিকারক কীটনাশক নেই এই মর্মে ল্যাবরেটরির শংসাপত্র না দিলে, তারা ঝুঁকি নিয়ে কাঁচা চা পাতা কিনবেন না। অনুমদিত ল্যাবরেটরি থেকে ক্ষুদ্র চা চাষিদের প্রতি ক্ষেপের সামান্য চা পাতার ল্যাবরেটরি টেস্ট করানো সম্ভব নয়, এটি খরচবহুল ও সময় সাপেক্ষ। ফলে ১লা এপ্রিল থেকে ফ্যাক্টরি গুলি এক প্রকার কাঁচা চা পাতা কেনা বন্ধ করে দেয়, এতে কেবল চা চাষি নয়, ফ্যাক্টারি গুলিও সমস্যায় পড়ে।

এই নির্দেশের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে উত্তরবঙ্গের ৭ টি ক্ষুদ্র চা চাষী সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর নজরে সমস্যাটি আনা হয়। সমস্যার সমাধান না হলে ৪ তারিখ থেকে উত্তরবঙ্গের সমস্ত ছোট চা বাগান বন্ধ করা হবে বলে তারা জানিয়েছিল। এর পরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, জলপাইগুড়ির চালসাতে ক্ষুদ্র চা চাষীদের প্রতিনিধিদের সঙ্গে সমস্যার সমাধান খুঁজতে বৈঠকে বসেন। মুখ্যমন্ত্রী জানান নির্বাচনের পর এই সমস্যার সমাধানে গবেষণাধর্মী কাজ শুরু করা হবে। চা চাষীরা যাতে কর্মহীন হয়ে না পড়েন, তারজন্য উত্তরবঙ্গের সমস্ত জেলা প্রশাসনকে মুখ্যমন্ত্রী অনুরোধ করে, তিনি বলেন বটলিফ ফ্যাক্টরিগুলি যাতে ক্ষুদ্র চাষীদের থেকে কাঁচা পাতা কেনা অব্যাহত রাখে সেটি তারা যেন দেখেন। মমতার আশ্বাসে ক্ষুদ্র চা চাষীরা তাঁদের প্রস্তাবিত বনধ প্রত্যাহার করে নেন। বটলিফ ফ্যাক্টরিগুলিও সুর নরম করে। এর পরই টি বোর্ডের পক্ষ থেকে জলপাইগুড়ির জেলা শাসকের দপ্তরে বৃহস্পতিবার দুপুরে ক্ষুদ্র চা চাষীদের ও বটলিফ ফ্যাক্টরির সংগঠনগুলিকে নিয়ে একটি জরুরীকালীন বৈঠকের ডাকা হয়।




নানান খবর

নানান খবর

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল!‌ তা নিয়ে দু’‌পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

সপ্তসিন্ধু জয় করার লক্ষ্যে বড় পদক্ষেপ, জিব্রাল্টার প্রণালী পার করল কালনার সায়নী

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

চলন্ত অবস্থায় পুরুলিয়াগামী বাসে আগুন, দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা

সাতসকালে ফালাকাটায় বাইসনের তাণ্ডব, গুরুতর জখম কৃষক, এক বাইসনের মৃত্যু

গরম পড়তেই ওরা আক্রমণ করে চা গাছে, বাগান বাঁচাতে কী উপায়? বলছেন বিশেষজ্ঞরা

‘এবার যোগ্যতা প্রমাণের পালা’, সুপ্রিম রায়ে স্বস্তির পর জানাচ্ছেন প্রধান শিক্ষকরা

'আমি কি বিয়ে করতে পারি না!', বিয়ের খবর প্রচার হতেই আর কী বললেন দিলীপ ঘোষ?

সোশ্যাল মিডিয়া