রবিবার ১০ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৪ এপ্রিল ২০২৪ ২১ : ৪৫Riya Patra
অতীশ সেন, ডুয়ার্স: নিষিদ্ধ কীটনাশক ও রাসায়নিক ব্যবহার ইস্যুতে ক্ষুদ্র চা চাষিদের সমস্যা সমাধানের পথে। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে শুক্রবার থেকে বটলিফ ফ্যাক্টারিগুলি পুনরায় কাঁচা চা পাতা কেনা শুরু করবে। ফলে উপকৃত হবেন উত্তরবঙ্গের ক্ষুদ্র চা চাষি ও এই শিল্পের সঙ্গে যুক্তদের পরিবারের প্রায় আট লক্ষ সদস্য। মুখ্যমন্ত্রী মালবাজারের নির্বাচনী সভা থেকে জানান- "দুদিন আগে চা শ্রমিকদের কাঁচা চা পাতা বিক্রি বন্ধ করে দিয়েছিল। আমি প্রশ্ন করেছিলাম, টি বোর্ড যদি অসমে এই বিধিনিষেধ তুলে নিতে পারে, তবে বাংলায় তা কেন বলবৎ থাকবে? আমি বন্ধ করতে দেব না, আমাদের সরকারের প্রশাসন বৈঠক করেছে, বৈঠক ফলপ্রসূ হয়েছে, আগামীকাল থেকে বটলিফ ফ্যাক্টারি গুলি আবার কাঁচা চা পাতা নেওয়া শুরু করবে।"
উত্তরবঙ্গের বটলিফ ফ্যাক্টারির সংখ্যা প্রায় ২৩৪টি, এই ফ্যাক্টরি গুলি বিভিন্ন ক্ষুদ্র চা চাষিদের থেকে কাঁচা চা পাতা কিনে তা থেকে পানযোগ্য চা বা "মেইড টি" তৈরি করে থাকে। কাঁচা চা পাতা বাগান থেকে তোলা থেকে চা তৈরি পর্যন্ত প্রক্রিয়ার কোথাও পাতা ধোয়া কিম্বা পাতায় থাকা কীটনাশক দূরকরার কোনও প্রক্রিয়া নেওয়া সম্ভব হয় না। তাই চা পাতায় কীটনাশক স্প্রে করলে সেই কীটনাশকের কিছুটা অংশ আমাদের চায়ের পেয়ালাতেও খুব সহজেই পৌঁছে যায়। কেন্দ্রীয় শিল্প বানিজ্যমন্ত্রক নিরাপদ চা তৈরির উপর গুরুত্ব দিয়ে চা পাতায় বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক কীটনাশক প্রয়োগ নিষিদ্ধ করেছিল। তৈরি হওয়া চায়ে কীটনাশক পাওয়া গেলে, যে ফ্যাক্টারি থেকে তা তৈরি হয়েছে সেটির উপর কড়া শাস্তিমূলক ব্যবস্থারও নিদান দিয়েছিল। এর জেরেই বটলিফ ফ্যাক্টারি গুলি ক্ষুদ্র চা চাষিদের থেকে কাঁচা চা পাতা কেনা এক প্রকার বন্ধ করে দেয়। বড় চা বাগানে তৈরি কাঁচা পাতা থেকে সেখানেই মেইড টি নির্মিত হয়, ফলে তাদের নিজেদের কাঁচামালের গুনগত মানের উপর নিয়ন্ত্রণ থাকে, কিন্তু বটলিফ ফ্যাক্টারি গুলি যেহেতু বাইরে থেকে কাঁচা চা পাতা কেনে, ফলে সেই পাতায় কীটনাশক আছে কি না, তা তাদের পক্ষে জানা সম্ভব নয়। ফলে তারা জানিয়েছিল কাঁচা চা পাতায় ক্ষতিকারক কীটনাশক নেই এই মর্মে ল্যাবরেটরির শংসাপত্র না দিলে, তারা ঝুঁকি নিয়ে কাঁচা চা পাতা কিনবেন না। অনুমদিত ল্যাবরেটরি থেকে ক্ষুদ্র চা চাষিদের প্রতি ক্ষেপের সামান্য চা পাতার ল্যাবরেটরি টেস্ট করানো সম্ভব নয়, এটি খরচবহুল ও সময় সাপেক্ষ। ফলে ১লা এপ্রিল থেকে ফ্যাক্টরি গুলি এক প্রকার কাঁচা চা পাতা কেনা বন্ধ করে দেয়, এতে কেবল চা চাষি নয়, ফ্যাক্টারি গুলিও সমস্যায় পড়ে।
এই নির্দেশের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে উত্তরবঙ্গের ৭ টি ক্ষুদ্র চা চাষী সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর নজরে সমস্যাটি আনা হয়। সমস্যার সমাধান না হলে ৪ তারিখ থেকে উত্তরবঙ্গের সমস্ত ছোট চা বাগান বন্ধ করা হবে বলে তারা জানিয়েছিল। এর পরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, জলপাইগুড়ির চালসাতে ক্ষুদ্র চা চাষীদের প্রতিনিধিদের সঙ্গে সমস্যার সমাধান খুঁজতে বৈঠকে বসেন। মুখ্যমন্ত্রী জানান নির্বাচনের পর এই সমস্যার সমাধানে গবেষণাধর্মী কাজ শুরু করা হবে। চা চাষীরা যাতে কর্মহীন হয়ে না পড়েন, তারজন্য উত্তরবঙ্গের সমস্ত জেলা প্রশাসনকে মুখ্যমন্ত্রী অনুরোধ করে, তিনি বলেন বটলিফ ফ্যাক্টরিগুলি যাতে ক্ষুদ্র চাষীদের থেকে কাঁচা পাতা কেনা অব্যাহত রাখে সেটি তারা যেন দেখেন। মমতার আশ্বাসে ক্ষুদ্র চা চাষীরা তাঁদের প্রস্তাবিত বনধ প্রত্যাহার করে নেন। বটলিফ ফ্যাক্টরিগুলিও সুর নরম করে। এর পরই টি বোর্ডের পক্ষ থেকে জলপাইগুড়ির জেলা শাসকের দপ্তরে বৃহস্পতিবার দুপুরে ক্ষুদ্র চা চাষীদের ও বটলিফ ফ্যাক্টরির সংগঠনগুলিকে নিয়ে একটি জরুরীকালীন বৈঠকের ডাকা হয়।
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
বর্ধমান পুরসভার অ্যাকাউন্ট থেকে গায়েব প্রায় দেড় কোটি টাকা, আধিকারিককে তলব নাগপুর পুলিশের...
তৃণমূল কর্মী খুনের প্রায় একমাস পর উত্তপ্ত সালার, বাড়ি ভাঙচুর থেকে দেদার লুঠপাট ...
পিছু ছাড়ছে না বৃষ্টি, জগদ্ধাত্রী পুজোতেও ভিজবে বাংলা, আগাম পূর্বাভাস মৌসম ভবনের ...
ধর্ষণের চেষ্টা করতে গিয়েই উস্তির বিজেপি নেতা খুন, দাবি কুণাল ঘোষের ...
মত্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে পরপর ধাক্কা, বেপরোয়া গতির বলি এক মহিলা ...
তুলছিলেন চা-পাতা, হঠাৎ পেছনে থেকে আক্রমণ চিতার, ভয়ংকার ঘটনা মালবাজারে...
দক্ষিণ ২৪ পরগনা জেলায় সূচনা হল 'বাংলা মোদের গর্ব' অনুষ্ঠান...
কার্তিক অমাবস্যায় একসঙ্গে ১০০ দেব-দেবীর পুজো করেন বাংলার এই গ্রামের বাসিন্দারা...
শুরু ভোটগ্রহণ, কড়া নিরাপত্তায় নেওয়া হল বয়স্ক ও বিশেষভাবে সক্ষমদের ভোট...
পড়তে না-বসায় ছেলেকে শিকলে বেঁধে মার, থানায় গেলেন মা, শ্রীঘরে গেলেন বাবা...
ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজের রেসিডেন্ট ডাক্তারের রহস্যমৃত্যু, পাশে সুইসাইড নোট, ঘনাচ্ছে রহস্য...
ফাঁকা বাড়িতে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার পড়শি প্রৌঢ়...
জেলা সভাপতি ও পুর চেয়ারম্যান পদে বদল আনতে চলেছে তৃণমূল, অপেক্ষা মমতার সবুজ সঙ্কেতের...
ফারাক্কায় নাবালিকা খুনের মামলা, নজিরবিহীন সিদ্ধান্ত নিল জঙ্গিপুর আদালত...
দূষণ রোধে বাড়ির চৌবাচ্চায় নদীর জল এনে সেখানেই ছট উৎসব পালন এই পরিবারের ...