শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | Mallikarjun Kharge: ঘর ঘর গ্যারান্টি অভিযানের‌ সূচনা খাড়গের

Pallabi Ghosh | ০৩ এপ্রিল ২০২৪ ১৭ : ২২Pallabi Ghosh


‌আবু হায়াত বিশ্বাস, দিল্লি: লোকসভা ভোটের আগে বাড়ি বাড়ি পৌঁছাতে চাইছে কংগ্রেস। আর সেই উদ্দেশে পাঁচ ন্যায়ের মাধ্যমে ২৫ গ্যারান্টি নিয়ে ভোট ময়দানে নেমে পড়ল তারা। বুধবার উত্তর-‌পূর্ব দিল্লি থেকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ‘‌ঘর ঘর গ্যারান্টি’‌ অভিযানের সূচনা করলেন। ‘‌যুব ন্যায়’‌, ‘‌নারী ন্যায়’‌, ‘‌কিসান ন্যায়’‌, ‘‌শ্রমিক ন্যায়’‌ এবং ‘‌হিসসেদারি ন্যায়’-‌এর মাধ্যমে ২৫ গ্যারান্টি দিচ্ছে কংগ্রেস। কেন্দ্রে ক্ষমতায় এলে ওই গ্যারান্টি বাস্তবায়ন করবে বলে দাবি করছে। দলের লক্ষ্য, দেশের অন্তত ৮ কোটি পরিবারের কাছে কংগ্রেসের গ্যারান্টি কার্ড পৌঁছে দেওয়া। ‌দলের বক্তব্য, দেশের যুব, নারী, কৃষক, শ্রমিকদের উপর যে অন্যায় হচ্ছে মোদি সরকারের জমানায়, তার থেকে মুক্তি মিলবে আগামী দিনে। কংগ্রেস সরকার ক্ষমতায় এলে কী করবে, তা জনগণের সামনে তুলে ধরবেন দলের কর্মী-‌সমর্থকেরা। গত দশ বছরে দেশের মানুষের উপর যে অবিচার নেমে এসেছে, তা দূর হবে। এদিন কেরলে ‘‌ঘর ঘর গ্যারান্টি’‌ অভিযানে অংশ নেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীরা।
এদিকে, বুধবারই কেরলের ওয়েনাড়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী মনোনয়ন পেশ করেন। মনোনয়ন পেশের আগে বিশাল রোড শো করেন রাহুল। সঙ্গে ছিলেন বোন প্রিয়াঙ্কা গান্ধী, দলের সংগঠন মহাসচিব কেসি বেণুগোপাল সহ কেরল কংগ্রেসের শীর্ষ নেতারা। মনোনয়ন পেশের পর রাহুল জানান, "ওয়েনাড় আমার ঘর। এখানকার মানুষ আমার পরিবার। তাঁদের কাছ থেকে, আমি গত পাঁচ বছরে অনেক কিছু শিখেছি এবং প্রচুর ভালবাসা এবং স্নেহ পেয়েছি।" রাহুল জানিয়েছেন, "এই নির্বাচন ভারতের আত্মার লড়াই। আমাদের গণতন্ত্র রক্ষার লড়াই, ঘৃণা, দুর্নীতি এবং অন্যায়ের শক্তি থেকে যারা ভারত মাতার কণ্ঠকে দমন করতে চায়।" সংবাদমাধ্যমকে জানিয়েছেন, একদিকে কংগ্রেস ও ইন্ডিয়া জোট দেশের সংবিধান ও গণতন্ত্রের জন্য লড়ছে। অপরদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ এবং বিজেপি সংবিধান ও গণতন্ত্রকে ধ্বংস করার কাজে লেগে আছে।




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর



সোশ্যাল মিডিয়া



04 24