রবিবার ২২ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৩ এপ্রিল ২০২৪ ১৫ : ৩৭Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বাম-কংগ্রেস সমর্থিত জোট প্রার্থী মুর্তজা হোসেন বকুলের পোস্টার ছিঁড়ে দেওয়াকে কেন্দ্র করে বুধবার সকালে চাঞ্চল্য ছড়াল রঘুনাথগঞ্জ শহরে। আজ জঙ্গীপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের হলুদ মিল মোড়ে মুর্তজা হোসেন বকুলের হোর্ডিং ছিঁড়ে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপরই উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। ইতিমধ্যেই কংগ্রেসের তরফ থেকে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অবিলম্বে ঘটনার তদন্ত করে দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জঙ্গিপুর টাউন কংগ্রেস সভাপতি মোহন মাহাতো।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোহন মাহাতো বলেন, জঙ্গিপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের হলুদ মিল মোড়ে কংগ্রেস প্রার্থী মুর্তজা হোসেন বকুলের একটি বড় হোর্ডিং লাগানো হয়েছিল। মঙ্গলবার গভীর রাতে কেউ বা কারা সেই হোর্ডিং ছিঁড়ে ফেলেছে। আমরা ইতিমধ্যেই লিখিতভাবে পুলিশকে বিষয়টি জানিয়েছি। যদি তারা কোনও পদক্ষেপ গ্রহণ না করে, আমরা নির্বাচন কমিশনের কাছে যাব বিচারের জন্য। তিনি আরও বলেন, "এই অঞ্চলের মানুষ আমাদের প্রার্থী মুর্তজা হোসেনকে সমর্থন করছেন তাই আমাদের রাজনৈতিক বিরোধীরা হোর্ডিং ছিঁড়ে ফেলেছে বলে সন্দেহ । তীব্র প্রতিবাদ জানাচ্ছি।" তিনি বলেন, "ঘটনাস্থলের সামনেই সিসিটিভি ক্যামেরা রয়েছে। তাই পুলিশ প্রশাসন চাইলে দোষীকে সহজেই ধরতে পারে।" তবে এর পরেও যদি পুলিশ কোনও রকম পদক্ষেপ না নেয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন জঙ্গিপুর টাউন কংগ্রেস সভাপতি মোহন মাহাতো। এই ঘটনা প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, "বকুল ক্রমশ তৃণমূলের কাছে চিন্তার কারণ হয়ে উঠছে। তাই তাঁর পোস্টার ছেঁড়া হয়েছে। তবে যতদিন না পশ্চিমবঙ্গের সমস্ত এলাকায় কেন্দ্রীয় বাহিনীর টহলদারি শুরু হবে ততদিন পর্যন্ত তৃণমূল এই ধরনের নোংরামি চালিয়ে যাবে।"