শনিবার ১২ অক্টোবর ২০২৪
সম্পূর্ণ খবর
Sumit | ২৯ মার্চ ২০২৪ ১৮ : ৫৩Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: বাঁকুড়ায় লোকসভা ভোটে টিকিট না পেলেও বরানগরে উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হলেন অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। আগামী ১ জুন এই আসনে ভোটগ্রহণ। ফল ঘোষণা করা হবে ৪ জুন। এর পাশাপাশি ইদ্রিস আলির মৃত্যুর জন্য বিধায়ক শূন্য ভগবানগোলাতে রেয়াত হোসেন সরকারকে উপনির্বাচনের প্রার্থী করল তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনে বাঁকুড়া থেকে টিকিট পাবেন বলেই আশা করেছিলেন সায়ন্তিকা ব্যানার্জি। তবে তখন দল তাঁকে টিকিট না দেওয়ায় সংবাদমাধ্যমের সামনে কিছুটা হলেও নিজের অভিমান উগরে দিয়েছিলেন তিনি। বাঁকুড়ায় অরূপ চক্রবর্তীর নাম ঘোষণা করে তৃণমূল নেতৃত্ব। তবে উপনির্বাচনের টিকিট পাওয়াতে কিছুটা হলেও তার মানভঞ্জন হল বলেই মনে করছে রাজনৈতিকমহল। প্রসঙ্গত, বিধায়ক তাপস রায়ের ইস্তফার কারণে এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। বিজেপি বরানগরের প্রার্থী হিসাবে সজল ঘোষের নাম ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে। এবার সজল ঘোষের বিরুদ্ধে সরাসরি লড়াই হবে সায়ন্তিকার।