বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | TMC-BJP: বহরমপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, আহত একাধিক

Riya Patra | ২৬ মার্চ ২০২৪ ১২ : ১৫Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: আসন্ন লোকসভা নির্বাচনের আগে তৃণমূল এবং বিজেপি সমর্থকদের সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠল বহরমপুর থানার কাঁঠালিয়া গ্রাম। দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।  হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত ব্যক্তিদের নাম বলাই দুলই ,বিমান দুলুই এবং শ্রাবণী দলুই। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলার ঘটনায় আরও কয়েকজন বিজেপি সমর্থক আহত হয়েছেন বলে দাবি করেছেন ওই গ্রামের বিজেপি নেতা বৃন্দাবন দুলুই। 
স্থানীয় সূত্রের খবর, লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই সাটুই-চৌরীগাছা গ্রাম পঞ্চায়েতের কাঁঠালিয়া গ্রামে বিজেপি এবং তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছিল। সোমবার দোল খেলাকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে গ্রামে বিবাদ বেঁধে যায়। বিবাদ গড়ায় সংঘর্ষে। কাঁঠালিয়া গ্রামের বিজেপি নেতা বৃন্দাবন দুলুই বলেন, "বহরমপুর পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যা ঝর্ণা দুলুই-এর স্বামী স্বপন দুলুই-এর নেতৃত্বে সোমবার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমাদের সমর্থকদের উপর হামলা চালান। এই ঘটনাতে তিনজন গুরুতর আহত হয়ে বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।" তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বিজেপি সমর্থকদের বাড়িতে ঢুকে হামলা চালানোর পাশাপাশি বেশ কয়েকটি মোটরসাইকেল ভেঙে দেওয়ার অভিযোগ করেছেন বৃন্দাবন। 
বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা সম্পাদক অনামিকা ঘোষ বলেন,"কয়েকদিন আগে আমাদের তরফে সাটুই অঞ্চলে একটি বড় রাজনৈতিক অনুষ্ঠান করা হয়েছে। তৃণমূল নেতৃত্ব তা দেখে ভয় পেয়ে এই হামলা চালিয়েছে। " 
বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি শাঁখারভ সরকার বলেন, "আসন্ন লোকসভা নির্বাচনে বহরমপুর আসনে বিজেপি প্রার্থীর জয় একপ্রকার নিশ্চিত। তাই তৃণমূল নেতৃত্ব ভয় পেয়ে এখন থেকেই আমাদের কর্মী সমর্থকদের উপর হামলা চালানো শুরু করেছে।" তিনি জানান, "সোমবার রাতে বিজেপি-র তরফে থেকে বহরমপুর থানাতে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে। তবে এখনও কেউ গ্রেপ্তার হয়নি।" 
তৃণমূল পরিচালিত বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইজুদ্দিন মন্ডল বলেন, "বহরমপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান কমপক্ষে দেড় লক্ষ ভোটে জিতবে। বিজেপি নেতৃত্ব এটা বুঝতে পেরে এখন থেকে সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। এই ঘটনার সাথে তৃণমূলের কোনও যোগ নেই।"




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

ইসরোর বিশাল পদক্ষেপ, তিন বছরের মধ্যে চাঁদের উদ্দেশে পাড়ি দেবে চন্দ্রযান ৪, কত টাকা অনুমোদন করল মন্ত্রিসভা? ...

লাউড স্পিকার বাজিয়ে বিশ্বকর্মা পুজোর জলসা, বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ...

পুকুরে মাছ চাষের রমরমায় কমছে পদ্ম-চাষ, পুজোর আগে ভরসা কেবল হিমঘর! ভাবনা বাড়ছে মালদায় ...

ডিভিসির ছাড়া জলে জলমগ্ন হুগলির একাংশ, কোমর জলে বাড়িঘর, নৌকো করে চলছে কাজ...

দেশের শ্রেষ্ঠ পর্যটন গ্রামের শিরোপা ফের একবার মুর্শিদাবাদের দখলে...

উল্টে গেল স্পিডবোট, ক্রমশই তলিয়ে যাচ্ছিলাম, নদী থেকে উঠে জানালেন সাংসদ...

বাতিল সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন

এবার কিন্তু নামগুলো মুখ্যমন্ত্রীকে জানাব, হুঁশিয়ারি জেলা সভাধিপতির...

সাত ব্লকের ৩৫ গ্রাম পঞ্চায়েত জলের তলায়, মুখ্যমন্ত্রী এলেন, প্রধানমন্ত্রী কোথায়? : বেচারাম মান্না...

মুর্শিদাবাদে বন্যা পরিস্থিতির অবনতি, বন্যার জলে ডুবে নিখোঁজ এক ...

টানা বর্ষণে বন্যা পরিস্থিতি, ত্রাণ শিবিরে যাওয়ার পথেই কি ডুবে গেল নাবালিকা? মর্মান্তিক পরিণতি...

নীলকন্ঠের দেখা মিলল চাঁদখালিতে

শুঁড় উঁচিয়ে আশীর্বাদ করল গজরাজ, বিশ্বকর্মা আরাধনার দিনেই  বিশেষ পুজো পেল কাবেরী, ফুলমতিরা...

প্রেমে প্রত্যাখান, চলন্ত বাসে কুপিয়ে খুন নাবালিকাকে...

সাহাগঞ্জের গণপ্রহারের ঘটনায় গ্রেপ্তার তিন



সোশ্যাল মিডিয়া



03 24