বুধবার ২৮ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | TMC-BJP: বহরমপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, আহত একাধিক

Riya Patra | ২৬ মার্চ ২০২৪ ১২ : ১৫Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: আসন্ন লোকসভা নির্বাচনের আগে তৃণমূল এবং বিজেপি সমর্থকদের সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠল বহরমপুর থানার কাঁঠালিয়া গ্রাম। দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।  হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত ব্যক্তিদের নাম বলাই দুলই ,বিমান দুলুই এবং শ্রাবণী দলুই। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলার ঘটনায় আরও কয়েকজন বিজেপি সমর্থক আহত হয়েছেন বলে দাবি করেছেন ওই গ্রামের বিজেপি নেতা বৃন্দাবন দুলুই। 
স্থানীয় সূত্রের খবর, লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই সাটুই-চৌরীগাছা গ্রাম পঞ্চায়েতের কাঁঠালিয়া গ্রামে বিজেপি এবং তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছিল। সোমবার দোল খেলাকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে গ্রামে বিবাদ বেঁধে যায়। বিবাদ গড়ায় সংঘর্ষে। কাঁঠালিয়া গ্রামের বিজেপি নেতা বৃন্দাবন দুলুই বলেন, "বহরমপুর পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যা ঝর্ণা দুলুই-এর স্বামী স্বপন দুলুই-এর নেতৃত্বে সোমবার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমাদের সমর্থকদের উপর হামলা চালান। এই ঘটনাতে তিনজন গুরুতর আহত হয়ে বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।" তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বিজেপি সমর্থকদের বাড়িতে ঢুকে হামলা চালানোর পাশাপাশি বেশ কয়েকটি মোটরসাইকেল ভেঙে দেওয়ার অভিযোগ করেছেন বৃন্দাবন। 
বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা সম্পাদক অনামিকা ঘোষ বলেন,"কয়েকদিন আগে আমাদের তরফে সাটুই অঞ্চলে একটি বড় রাজনৈতিক অনুষ্ঠান করা হয়েছে। তৃণমূল নেতৃত্ব তা দেখে ভয় পেয়ে এই হামলা চালিয়েছে। " 
বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি শাঁখারভ সরকার বলেন, "আসন্ন লোকসভা নির্বাচনে বহরমপুর আসনে বিজেপি প্রার্থীর জয় একপ্রকার নিশ্চিত। তাই তৃণমূল নেতৃত্ব ভয় পেয়ে এখন থেকেই আমাদের কর্মী সমর্থকদের উপর হামলা চালানো শুরু করেছে।" তিনি জানান, "সোমবার রাতে বিজেপি-র তরফে থেকে বহরমপুর থানাতে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে। তবে এখনও কেউ গ্রেপ্তার হয়নি।" 
তৃণমূল পরিচালিত বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইজুদ্দিন মন্ডল বলেন, "বহরমপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান কমপক্ষে দেড় লক্ষ ভোটে জিতবে। বিজেপি নেতৃত্ব এটা বুঝতে পেরে এখন থেকে সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। এই ঘটনার সাথে তৃণমূলের কোনও যোগ নেই।"




নানান খবর

নানান খবর

আবারও হিঙ্গলগঞ্জের আকাশে দেখা গেল ড্রোন, আতঙ্কে এলাকাবাসী

বীরভূমে মেগা মিছিল তৃণমূলের, নয়নের মণি সেই ‘কেষ্ট’

কুম্ভে নিখোঁজ, হ্যাম রেডিওর হাত ধরে বাড়ি ফিরলেন বৃদ্ধ

পান্ডুয়ায় চাঞ্চল্য, এটিএম লুটের চেষ্টা! আটক সুইফট গাড়ি-গ্যাস কার্টার

যাত্রীদের জন্য বিশেষ পরিষেবা, এসপ্ল্যানেডের পর দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনেও বসল মাসাজ চেয়ার 

ব্যবহার করা হল বিশেষ তরঙ্গ, সুন্দরবনের উপকূল রক্ষী বাহিনীর দপ্তরের খুব কাছ থেকেই যোগাযোগ করা হল ১৪টি দেশের সঙ্গে

পরনে লুঙ্গি গায়ে গামছা, মুখে মাস্ক, রাস্তায় নেমে ময়লা পরিষ্কার করছেন মন্ত্রী, কিন্তু কেন?‌ 

বাজ পড়ে আগুন, তুমুল চাঞ্চল্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে

পেটের মধ্যে ছোট ছোট বলের আকারে জমা ছিল তরল, ফাটলেই হত সর্বনাশ, বিরল রোগে জটিল অস্ত্রোপচার মেডিক্যাল কলেজে

গঙ্গায় স্নান করতে নেমেই যত বিপত্তি, তলিয়ে গেল কিশোর

কাজ বন্ধ রেখে একমনে চলে মহাদেবের উপাসনা, প্রাচীন রীতির সাক্ষী ‘চাকা পূজা’ কেন হয় জানেন?

‘তোমায় ছাড়া বাঁচব না’, একই শাড়িতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা পরকিয়ায় ডগমগ যুগলের

এগিয়ে আসছে গভীর নিম্নচাপ, ২৮ মে থেকে ভাসবে বাংলা, ইতিমধ্যেই শুরু বৃষ্টি

শান্তি বজায় রাখবে ‘শান্তি কমিটি’, সাম্প্রদায়িক অশান্তি এড়াতে জঙ্গিপুর পুলিশ জেলার বিরাট পদক্ষেপ

স্নান করতে নেমে বিপত্তি, হুগলিতে একদিনেই দুটি পৃথক ঘটনায় মৃত ৪

সোশ্যাল মিডিয়া