শনিবার ০৪ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৪ মার্চ ২০২৪ ১৬ : ২৭Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: ভোট যত এগিয়ে আসছে, দিনে দিনে প্রকাশ্যে আসছে প্রার্থী নাম। রবিবার ৮০ আসনের উত্তরপ্রদেশে ১৬ জন প্রার্থী নাম ঘোষণা করেছে মায়াবতীর দল বিএসপি। যদিও এর আগে বেশ কিছু জেলায় ইনচার্জরা জেলা পর্যায়ে প্রার্থী নাম প্রকাশ্যে এনেছিলেন। সাহরানপুর থেকে প্রার্থী হচ্ছেন মাজিদ আলি, মুজাফফর নগর থেকে প্রার্থী দারা সিং প্রজাপতি, বিঞ্জর থেকে প্রার্থী বিজেন্দ্র সিং, নাগিনা থেকে ভোট লড়বেন সুরেন্দ্র পাল সিং, মোরদাবাদ থেকে প্রার্থী মহম্মদ ইরফান সাইফি, শ্রীপাল সিং প্রার্থী হচ্ছেন কাইরানা থেকে, জিসান খান ভোট লড়বেন রামপুর কেন্দ্র থেকে, রাজেন্দ্র সিং প্রতিদ্বন্দ্বিতা করবেন গৌতম বুদ্ধ নগর থেকে, গিরিশ চন্দ্র জাটভ প্রার্থী হয়েছেন বুলন্দ শহর থেকে, পিলিভীত থেকে প্রার্থী হচ্ছেন আনিস আহমেদ, শাহজাহানপুর থেকে প্রার্থী দোদারাম ভার্মা, আওলানা থেকে প্রার্থী আবিদ আলি, মিরাট থেকে প্রার্থী হচ্ছেন দেবব্রত ত্যাগী, শৌলত আলি সম্বল থেকে ভোট লড়বেন বিএসপির হয়ে।