শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

বিদেশ | গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানালেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব

Pallabi Ghosh | ২৪ মার্চ ২০২৪ ১৫ : ১০Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: টানা সাড়ে পাঁচ মাসেরও বেশি সময় ধরে প্যালেস্টাইনের গাজা ভূখণ্ডে বর্বরচিত আক্রমণ চালাচ্ছে ইজরায়েল। প্যালেস্টাইনের অবরুদ্ধ ওই ভূখণ্ডে তীব্র মানবিক সংকট দেখা দিয়েছে।
বিশ্বব্যাপী যুদ্ধবিরতির আহ্বান জোরাল হলেও ইজরায়েল বিষয়টি গুরুত্ব না দিয়ে হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে। এই পরিস্থিতিতে আবারও অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্তোনিও গুতেরেস শনিবার মিশর-গাজার মধ্যে অবস্থিত রাফাহ ক্রসিংয়ের মিশরীয় অংশে সফরে যান। আর সেখানেই গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির জন্য নতুন করে আহ্বান জানান রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব।
রাফাহ ক্রসিংয়ের মিশরীয় দিক থেকে কথা বলার সময় তিনি বলেন, “বন্দুকগুলোকে নীরব করার সময় এসেছে।”
এসময় গাজা ভূখণ্ডজুড়ে মানবিক পণ্যের ‘সম্পূর্ণ, নিরবচ্ছিন্ন’ প্রবেশাধিকার দেওয়ার জন্যও ইজরায়েলের প্রতি আহ্বান জানান গুতেরেস।
চলতি সপ্তাহে রাষ্ট্র-সমর্থিত একটি খাদ্য নিরাপত্তা মূল্যায়নে বলা হয়েছে, গাজার ১১ লাখ মানুষ ক্ষুধা ও অনাহারের সাথে লড়াই করছেন। এমনকী এখনই যথাযথ পদক্ষেপ নেওয়া না হলে আগামী মে মাসের মধ্যে গাজার উত্তরাঞ্চলে মানবসৃষ্ট দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলেও এতে জানানো হয়েছে।
মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, “জীবন রক্ষাকারী সাহায্য দিয়ে গাজাকে সত্যিকারের অর্থে প্লাবিত করার সময় এসেছে। পরিস্থিতি পরিষ্কার: হয় মানবিক সহায়তার সরবরাহ বাড়াতে হবে বা না হয় মানুষকে অনাহারে থাকতে হবে। সীমান্তের মিসরীয় অংশে ত্রাণবাহী ট্রাক অবরুদ্ধ করে রাখা নৈতিক নারকীয়তা।”
এসময় গাজায় আটক থাকা ইজরায়েলিদের মুক্তির আহ্বানও জানান গুতেরেস। তিনি বলেন, “আমি চাই গাজার প্যালেস্টাইনিরা জানুক: আপনারা একা নন। এই ভূখণ্ডে যে ভয়াবহতা হচ্ছে, তা দেখে সারা বিশ্বের মানুষ ক্ষুব্ধ। গাজার প্যালেস্টাইনিরা একটি বিরতিহীন দুঃস্বপ্নের মধ্যে আটকে আছেন।”
প্যালেস্টাইনের গাজা ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইজরায়েলি হামলায় রিপোর্ট পর্যন্ত ৩২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই মহিলা ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও ৭৪ হাজারের বেশি মানুষ।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

কেবল আলো জ্বালানো-নেভানোর জন্য বেতন তিরিশ কোটি, এমন লোভনীয় চাকরিতেও মেলেনি কর্মী, কেন?...

সন্তানদের বাঁচাতে জীবন বাজি, বাঘের সঙ্গে সিংহের লড়াইয়ে জিতল কে?...

বিতর্ক ছিল অবধারিত, সেটা কী আগে থেকেই জানত পাকিস্তানি টিকটকার ...

ট্রাম্পের দেশের বাসিন্দা হতে চান, জলের দরে বিকোচ্ছে মার্কিন মুলুকের বাড়ি...

ইলন মাস্কের থেকে ধনী এই ব্যক্তি, তবুও নাম নেই বিশ্বের সেরা দশে, কারণটা কী?...

থাকবে না চাকরি, নিঃশব্দ ঘাতক হয়ে উঠছে এআই, জারি সতর্কতা...

মৃত্যুর পর কী হয় শরীরে? এমন তথ্য জানালেন নার্স মুহূর্তেই ভাইরাল, জানুন আপনিও...

জার্মানিতে পাওয়া গেল অজানা সংস্কৃত গ্রন্থ, কোন রহস্য লুকিয়ে রয়েছে এর প্রতিটি পাতায় ...

একের পর এক দেশে কেন দিচ্ছে স্বেচ্ছামৃত্যুর অনুমতি? রাখা হচ্ছে সহায়কও...

আপনার লোকেশন এবার বাতলে দেবে এআই, নতুন আবিষ্কারে শোরগোল ...

২০০ বছর আগের মাথার চুলের ডিএনএ থেকে কোন রহস্য সামনে এল ...

গাছ ভালবেসে বছরে কোটি টাকা আয়! কোন গাছে শ্রীবৃদ্ধি, জানলে চমকে যাবেন ...

একের পর এক পথচারীকে পিষে দিল গাড়ি, চীনে মৃত অন্তত ৩৫, পুলিশের দাবি, জঙ্গি হামলা...

বিয়ের আগেই বিয়ের স্বাদ পেতে চান, এই দেশের যুবতীরা অপেক্ষা করছে আপনার জন্য ...

কমলালেবুর রস কিনতে গিয়ে কোটিপতি তরুণী, ভাগ্যের চাকা কীভাবে ঘুরল? ...



সোশ্যাল মিডিয়া



03 24