শুক্রবার ০৭ ফেব্রুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Sumit | ২২ মার্চ ২০২৪ ১৭ : ৩৯Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: পূর্ব বর্ধমানের নির্বাচনী জনসভা থেকে ক্যা নিয়ে সুর চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। নেতাজিনগরের যুবকের আত্মহত্যার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘জুমলার ফাঁদে পা দেবেন না। ক্যা আইন পাশ হয়েছিল ২০২৯ সালে। তবে তাকে লাগু করতে কেন ৫ বছর সময় লাগল ? এটা জুমলা ছাড়া কী ? ক্যা নিয়ে যে নোটিফিকেশন হয়েছে সেটা আরও একটা জুমলা। কোথায় যাবেন, কার কাছে ফর্ম জমা দেবেন, তা বলা নেই। ক্যা-এর কারণে অসমে ১২ লক্ষ হিন্দু বাঙালি এনআরসির কবলে পড়েছেন। ৯৮ নম্বর ওয়ার্ডের তরতাজা যুবকের প্রাণ গিয়েছে। কাগজ খুঁজে পাচ্ছে না বলে আত্মহত্যা করেছেন। আপনাকে পাসপোর্ট দেখিয়ে প্রমাণ করতে হবে। এটা জুমলা। এর ফাঁদে পা দেবেন না।’ প্রসঙ্গত, বুধবার রাতে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের সুভাষগ্রামে মামাবাড়ি থেকে দেবাশিস সেনগুপ্তর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের পরিবারের দাবি, নাগরিকত্ব চলে যাওয়ার আতঙ্কে ভুগছিলেন তিনি। তার জেরেই এই অঘটন ঘটে।