শনিবার ১৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২১ মার্চ ২০২৪ ২২ : ৫২Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: এমএস ধোনি মানেই চমক। আগেও একাধিকবার অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটান ভারতের সর্বকালের সেরা অধিনায়ক। এদিনও ব্যতিক্রম নয়। বৃহস্পতিবার বিকেলে আচমকাই জানা যায়, নেতৃত্ব ছেড়ে দিয়েছেন ধোনি। চেন্নাই সুপার কিংসের নতুন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। এদিন চেন্নাইয়ে ক্যাপ্টেনদের ফটোশুট ছিল। সেখানে সিএসকের নতুন নেতাকে দেখা যায়। কিন্তু আইপিএলের মাত্র ২৪ ঘণ্টা আগে কেন নেতৃত্ব ছাড়লেন ধোনি? ঠিক কখন নিজের সিদ্ধান্ত জানান ম্যানেজমেন্টকে? ধোনি স্টাইলে ব্রেকফাস্ট টেবিলে নিজের সতীর্থ এবং দলের সাপোর্ট স্টাফকে সিদ্ধান্তের কথা জানান। তারপর টিম ম্যানেজমেন্টকে বলেন। তাতে স্বভাবতই অবাক হয়ে যায় প্লেয়ার থেকে কর্তারা। জানা গিয়েছে, ব্রেকফাস্টের সময় সতীর্থদের জানানোর পর ফোনে ফ্রাঞ্চাইজির শীর্ষ কর্তাকে নিজের সিদ্ধান্তের কথা জানান। সেখানেই ঋতুরাজ গায়কোয়াড়ের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার কথা বলেন। ধোনির সিদ্ধান্ত সবাইকে অবাক করলেও, আগেরবারের তুলনায় এবার পরিস্থিতি সামলানোর মতো জায়গায় রয়েছে ফ্র্যাঞ্চাইজি। এই প্রসঙ্গে কোচ স্টিফেন ফ্লেমিং বলেন, "আগেরবারের সঙ্গে এবারের পার্থক্য আছে। দু"বছর আগে ধোনির সরে যাওয়া আমরা মানতে পারছিলাম না। তবে সেটা আমাদের প্রস্তুত হওয়ার সময় দিয়েছে। আমরা ওর উত্তরসূরি খুঁজতে শুরু করি। তার আগে পর্যন্ত এই নিয়ে আমরা ভাবিনি। তাই আমরা প্রস্তুতি নিতে শুরু করেছিলাম। গতবছরের সাফল্যের মঞ্চে দাঁড়িয়ে আগামীর কথা ভেবে এমএস সিদ্ধান্ত নিয়েছে। টাইমিং ভাল। ভেতর ভেতর ঋতুরাজকে তৈরি করা হচ্ছিল। এমএসের মনে হয়েছে এটাই সেরা সময়।"
সিএসকেতে একাধিক আন্তর্জাতিক তারকা থাকা সত্ত্বেও ঋতুরাজকে অধিনায়ক করার সিদ্ধান্ত নেয় ফ্র্যাঞ্চাইজি। তার অন্যতম কারণ, ঋতুরাজের শান্ত স্বভাব এবং চাপ সামলানোর ক্ষমতা। ২০১৯ সালে মাত্র ২০ লক্ষতে সিএসকেতে যোগ দেন তিনি। সেই থেকে চেন্নাইতেই আছেন। ২০২২ আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে কমলা টুপি পান। যে চারজন প্লেয়ারকে রিটেন করা হয়, তারমধ্যে ঋতুরাজ অন্যতম। তিনিই যে ধোনির উত্তরসূরি হবেন, সেই বিষয়ে অবগত ছিলেন গায়কোয়াড়। তবে ৩ মার্চ পুনে থেকে প্রাক মরশুম শিবিরে যোগ দেওয়ার সময়ও জানতেন, পরের আইপিএল থেকে দায়িত্ব নিতে হবে তাঁকে। কিন্তু ধোনি নিজে থাকাকালীন ঋতুরাজকে নিজের হাতে তৈরি করতে চান। সেই কারণেই আচমকা নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন। সিএসকের শীর্ষকর্তা বিশ্বনাথন বলেন, "আজ সকালে হেড কোচের সঙ্গে কথা বলার পর অধিনায়কদের মিটিংয়ের আগে নিজের সিদ্ধান্ত জানান ধোনি। মিস্টার শ্রীনিবাসন ধোনিকে দায়িত্ব দিয়েছিলেন। ও যে সিদ্ধান্তই নিক না কেন, সেটা দলের স্বার্থেই নেবে। গত কয়েক বছর মাঠে এবং মাঠের বাইরে ও ঋতুরাজকে প্রস্তুত করছিল। ধোনির মনে হয়েছে গায়কোয়াড়কে নেতৃত্ব তুলে দেওয়ার এটাই সেরা সময়। কারণ ও তৈরি।" রবীন্দ্র জাদেজাকে অধিনায়ক করার রেজাল্ট আশানুরূপ না হওয়ার পর ভবিষ্যতের নেতা হিসেবে ঋতুরাজ গায়কোয়াড়কেই বেছে নেন ধোনি। বিকল্প হিসেবে ফ্র্যাঞ্চাইজি বেন স্টোকসকে আনলেও, তিনিই ছিলেন প্রথম পছন্দ। তাই বিজয় হাজারে ট্রফি থেকেই ধোনির ট্রেনিংয়ে ঋতুরাজের প্রস্তুতি শুরু হয়ে যায়।
নানান খবর
নানান খবর

মেয়েদের বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান দল, জানিয়ে দিলেন পিসিবির চেয়ারম্যান

শুরুতেই বাজিমাত, আই লিগ টু-তে অপরাজিত চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার

কোচের মেয়ের সঙ্গে প্রেম, মাঝে বিচ্ছিন্ন যোগাযোগ, বিশ্বকাপের সময়ে তারকা ক্রিকেটার জানতে পারেন বিয়ে স্থির করে ফেলেছেন মা

ভারত, পাকিস্তান ও বাংলাদেশে তিন ভাই, খেলছেন ক্রিকেট

তীব্র গরমে দুপুরে ম্যাচ, মোদি স্টেডিয়ামে দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা করল গুজরাট ফ্রাঞ্চাইজি

'হয় ওর ইগো আছে, বা সিনিয়রদের থেকে পরামর্শ নিতে লজ্জা পায়', পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের নিশানায় বাবর

ভারতসেরা ইস্টবেঙ্গলের মেয়েরা, পুরস্কার তুলে দেওয়া হল ক্রীড়ামন্ত্রীর হাতে

সরাসরি সুপার কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান, বেড়ে গেল ডার্বির সম্ভাবনা

ভারতে অনুষ্ঠিত এই মেগা ইভেন্টের যোগ্যতা অর্জন করল পাকিস্তান, কোথায় হবে ম্যাচ?

অসুস্থ ফুটবলার শুভর পাশে ময়দান, সাহায্যের হাত বাড়ালেন সৌরভও

নায়ার শুধুই বলির পাঁঠা, ভারতীয় দলে অন্তর্দ্বন্দ্বের গন্ধ

বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, চন্দননগরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির সৌরভ

লিভারপুলই শেষ কথা, সাত বছর পূর্ণ হওয়ার দিনেই চুক্তি বাড়ালেন ভ্যান ডাইক, কতদিন থাকছেন ক্লাবে?

রোনাল্ডো, বেঞ্জিমা নয়, প্রত্যাবর্তনের ম্যাচে রিয়ালের রক্ষাকর্তা হতে পারতেন একজনই, জানেন তাঁর নাম?

রিয়াল পর্বের অবসান? আর্সেনালের কাছে হারের অ্যান্সেলত্তির ভবিষ্যৎ কী? জবাব দিলেন কার্লো নিজেই