বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Bike Rally: ‌অনুমোদনহীন বাইক মিছিল আটকাল পুলিশ,‌ অবরোধ শুরু লকেটের

Rajat Bose | ১৫ মার্চ ২০২৪ ১৭ : ০২Rajat Bose


মিল্টন সেন, হুগলি:‌ সরকারি অনুমোদনের তোয়াক্কা না করে লাগাতার দলীয় কর্মসূচি বিজেপি সাংসদের। এবার প্রশাসনের কড়া নির্দেশিকা উপেক্ষা করে বাইক মিছিল শুরু হতেই তা আটকাল পুলিশ। সম্প্রতি সংসদের নেতৃত্বে পুলিশ কমিশনারের দপ্তরে স্মারক জমা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয় জেলা সদর। বিজেপির সেই কর্মসূচির কোনও অনুমোদন ছিল না। ফলে আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হয় পুলিশ। এদিকে সরকারি অনুমোদন দূরস্থান, কোনওরকম আগাম সূচনা ছাড়াই সোশ্যাল মিডিয়ায় শনিবার বাইক মিছিলের কর্মসূচি ঘোষণা করেন সাংসদ। বিষয়টি নজরে পড়তেই অবাক হয় জেলা প্রশাসন। সম্প্রতি জেলার উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে সর্বদলীয় বৈঠকে বাইক মিছিল করা যাবে না, এই মর্মে নির্দেশ দেওয়া হয় সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের। তার পরেও জেলার চার মহকুমায় পুনরায় একইভাবে বৈঠক ডেকে প্রশাসনের তরফে রাজনৈতিক দলগুলিকে বাইক মিছিল থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করে দেওয়া হয়।
শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় খোদ সাংসদের এমন কর্মসূচির খবর জেলা প্রশাসনের কর্তাদের চিন্তায় ফেলে। সঙ্গে সঙ্গেই চিঠি দিয়ে জেলা বিজেপিকে কর্মসূচি থেকে বিরত থাকার কথা বলেন এসিপি ওয়ান সৌমেন ব্যানার্জি। কিন্তু এদিন সকালে নির্ধারিত সময়ে মানকুন্ডুর বাড়ি থেকে ভদ্রেশ্বর গেট বাজারের উদ্দেশে রওনা দিয়েছিলেন লকেট চ্যাটার্জি। আগে থেকেই প্রস্তুত ছিল চন্দননগর কমিশনারেটের পুলিশ। গোটা রাস্তা কার্যত মুড়ে ফেলা হয়েছিল পুলিশে। চন্দননগর বারাসাত গেট এলাকায় ব্যারিকেড করে আটকে দেওয়া হয় সাংসদকে। এরপর পায়ে হেঁটেই ভদ্রেশ্বর শ্যামনগর জুটমিল গেটে যান লকেট। এরপরই কর্মী সমর্থকদের নিয়ে গেট বাজার এলাকা অবরোধ করেন লকেট। বসে পড়েন রাস্তায়। এদিন সাংসদ অভিযোগ করেন, রাজ্য পুলিশ দলদাসে পরিণত হয়েছে। তাই বিজেপির কর্মসূচিতে আসা কর্মীদের বাইক ধরে কেস দিয়েছে। এদিকে, বাইক মিছিলের কথা অস্বীকার করেন সাংসদ। অবরোধের জেরে গোটা শহরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পুলিশ প্রশাসন সূত্রে জানানো হয়েছে, এই ধরনের রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রে সব দলের ক্ষেত্রেই প্রশাসনিক অনুমোদন আবশ্যক। অফিস টাইমে রাস্তা আটকে দলীয় কর্মসূচি করা যায় না। এটা সম্পূর্ণ বেআইনি। তাছাড়া রাস্তায় বাইক চালানোর ক্ষেত্রেও নির্দিষ্ট কিছু আইন রয়েছে। তাছাড়া আরোহীদের হেলমেট ছিল না। তাই আইনানুগ ব্যাবস্থা নেওয়া হয়েছে। 



ছবি:‌ পার্থ রাহা 




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

'কোত্থেকে পাশ করেছেন?' ইঞ্জিনিয়ারকে ধমক দিয়ে প্রশ্ন করলেন মন্ত্রী...

জাল নোট পাচারের জন্য মুর্শিদাবাদে আসা,কিন্তু পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে জানেন?...

লাউড স্পিকার বাজিয়ে বিশ্বকর্মা পুজোর জলসা, বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ...

পুকুরে মাছ চাষের রমরমায় কমছে পদ্ম-চাষ, পুজোর আগে ভরসা কেবল হিমঘর! ভাবনা বাড়ছে মালদায় ...

ডিভিসির ছাড়া জলে জলমগ্ন হুগলির একাংশ, কোমর জলে বাড়িঘর, নৌকো করে চলছে কাজ...

উল্টে গেল স্পিডবোট, ক্রমশই তলিয়ে যাচ্ছিলাম, নদী থেকে উঠে জানালেন সাংসদ...

বাতিল সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন

এবার কিন্তু নামগুলো মুখ্যমন্ত্রীকে জানাব, হুঁশিয়ারি জেলা সভাধিপতির...

সাত ব্লকের ৩৫ গ্রাম পঞ্চায়েত জলের তলায়, মুখ্যমন্ত্রী এলেন, প্রধানমন্ত্রী কোথায়? : বেচারাম মান্না...

মুর্শিদাবাদে বন্যা পরিস্থিতির অবনতি, বন্যার জলে ডুবে নিখোঁজ এক ...

টানা বর্ষণে বন্যা পরিস্থিতি, ত্রাণ শিবিরে যাওয়ার পথেই কি ডুবে গেল নাবালিকা? মর্মান্তিক পরিণতি...

নীলকন্ঠের দেখা মিলল চাঁদখালিতে

শুঁড় উঁচিয়ে আশীর্বাদ করল গজরাজ, বিশ্বকর্মা আরাধনার দিনেই  বিশেষ পুজো পেল কাবেরী, ফুলমতিরা...

প্রেমে প্রত্যাখান, চলন্ত বাসে কুপিয়ে খুন নাবালিকাকে...

সাহাগঞ্জের গণপ্রহারের ঘটনায় গ্রেপ্তার তিন



সোশ্যাল মিডিয়া



03 24