সোমবার ২১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১৪ মার্চ ২০২৪ ১৭ : ২৯Rajat Bose
মিল্টন সেন, হুগলি: কথা রাখেননি, পাঁচ বছর দেখা পাওয়া যায়নি। ফের হুগলির সাংসদের বিরুদ্ধে সেই অভিযোগ জোরালো হল। এবারের অভিযোগ কোনও রাজনৈতিক দলের নয়, অভিযোগ উঠল খোদ মতুয়া ধাম থেকে। অভিযোগ, ভোটে দাঁড়িয়ে ঘটা করে গুরুদেবের আশীর্বাদ নিয়েছিলেন। কথা দিয়েছিলেন পাশে থাকার। কিন্তু কার্যত করেছেন তার উল্টোটাই। সাংসদ হওয়ার পরের পাঁচ বছর কোনও খোঁজ নেননি। গুরুদেব দূরের কথা, ধামের সঙ্গেই রাখেননি কোনও যোগাযোগ। এদিন মতুয়া গুরুর সঙ্গে দেখা করতে গিয়ে সাংসদ সেই জবাব পেলেন হাতেনাতে। দেখা হল না গুরুদেবের সঙ্গে। উল্টে পুজো দিতে গিয়েও সাংসদকে সইলে হল অনেক ঝক্কি। লকেট নির্বাচনী প্রচার শুরু করেছেন আগেই। চলছে দলীয় বৈঠক, প্রচার ইত্যাদি। এরই মধ্যে বৃহস্পতিবার সকালে ঘটা করে মতুয়া গুরুর আশীর্বাদ নিতে পান্ডুয়ার পাঁচগড়া গ্রামে পৌঁছন বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি। আশীর্বাদ নিতে যান মতুয়া ধামের গুরু হরষিত গোঁসাইয়ের। গত ২০১৯ এর লোকসভা ভোটে বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়ে প্রথমবার এই ধামে গিয়েছিলেন লকেট। সেখানে গিয়ে গুরুদেবের আশীর্বাদ নিয়েছিলেন। ২০১৯ সালে হুগলি লোকসভা কেন্দ্র থেকে প্রায় ৮০ হাজারেরও বেশি ভোটে জয়লাভ করে সাংসদ হয়েছিলেন লকেট চ্যাটার্জি। তার পরে ২৪ এর লোকসভা নির্বাচনে তার উপরেই ভরসা রেখেছে ভারতীয় জনতা পার্টি। যদিও ২১ সালের বিধানসভা নির্বাচনে প্রায় ২০ হাজার ভোটে পরাজিত গিয়েছিলেন। এই নির্বাচনে প্রার্থী হওয়ার পর এদিন তিনি মতুয়া ধামে যান। আগে থেকেই দেখা করার সময় নিয়েছিলেন। যদিও নির্ধারিত সময়ের এক ঘন্টা পরে তিনি ধামে পৌঁছন। এদিকে লকেট চ্যাটার্জির জন্য নির্ধারিত সময়ের থেকে এক মুহুর্ত বেশি সময় খরচ করেননি গুরুদেব। ধামে পৌঁছে লকেট দেখেন গুরুদেব তার আগেই বেরিয়ে গেছেন। পরে ধামের উপাসনা ঘরে হরিচাঁদ গুরুচাঁদের মূর্তির সামনে পুষ্পার্ঘ নিবেদন করতে যান সাংসদ। কিন্তু সেখানেও তাঁকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। কারণ গুরুদেব না থাকায় ভেতরে ঢোকার অনুমতি পাচ্ছিলেন না। পরে বিজেপির জেলা সভাপতি তুষার মজুমদার বিভিন্ন জায়গায় ফোন করে কোনওরকমে ভেতরে ঢোকার ব্যবস্থা করেন। অনেক চেষ্টার পর অবশেষে কোনওরকমে হরিচাঁদ গুরুচাঁদের মূর্তির সামনে পুষ্পার্ঘ নিবেদন করে পুজো দেন। পুজো শেষে ধামের অন্যান্য ভক্তদের সঙ্গেও কথা বলেন। ধাম সূত্রে জানা গেছে, সাংসদ হওয়ার পর গত পাঁচ বছর লকেট গুরুেদেবের সঙ্গে কোনওরকম যোগাযোগ করেননি। তার ফলেই হয়ত এদিন বিজেপি সাংসদ দেখা পাননি গুরুর। যদিও লকেট জানিয়েছেন আবার পরে এসে গুরুদেবের আশীর্বাদ নিয়ে যাবেন।
বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদার বলেছেন, লকেট চ্যাটার্জির পৌঁছতে কিছুটা দেরি হয়েছিল। গুরুদেবের কাজ থাকার জন্য বেরিয়ে গেছিলেন। তবে গুরুদেবের মায়ের সঙ্গে তিনি দেখা করে এসেছেন। কয়েক দিনের মধ্যেই তিনি আবার যাবেন।
ছবি: পার্থ রাহা
নানান খবর
নানান খবর

অসুস্থ রাজ্যপাল, হাসপাতালে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

আইআইটি খড়গপুরের হস্টেল থেকে উদ্ধার পড়ুয়ার দেহ, পড়াশোনার চাপেই চরম পদক্ষেপ?

আজও ঝেঁপে বৃষ্টি, ১৩ জেলায় তুমুল দুর্যোগের ঘনঘটা, বজ্রপাতের সতর্কতা জারি

মমতা প্রশাসনেই আস্থা ধুলিয়ানবাসীর, বাড়ি ফিরলেন সমস্ত ঘরছাড়ারা, বন্ধ মালদহের ত্রাণ শিবির

মন্দির উদ্বোধনের আগেই দিঘার সমুদ্রে ভেসে এলেন জগন্নাথ দেব, সৈকতনগরী জুড়ে চাঞ্চল্য

নৃশংস, দোকানে ঢুকে নাবালকের গায়ে ফুটন্ত দুধ ঢেলে দিলেন বিজেপি নেতা! বর্ধমানে হইহই কাণ্ড

বিনামূল্যে চেক-আপ করালেন সাধারণ মানুষ, সাংসদ রচনা ব্যানার্জির উদ্যোগে আয়োজিত হল স্বাস্থ্য শিবির

একাই হয়ে দাঁড়িয়েছিল মাথাব্যথার কারণ, পুলিশের জালে কুখ্যাত বাইক চোর ‘বালুসা’

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

দিনহাটায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাশকতার ছক নাকি অন্য কোনও উদ্দেশ্য?

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল! তা নিয়ে দু’পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা