রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৪ মার্চ ২০২৪ ১৫ : ১২
কবে বিয়ের পিঁড়িতে বসছেন? নবনীতা দাসের সঙ্গে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর থেকেই সংবাদমাধ্যম থেকে এই প্রশ্ন শুনতে শুনতে কান ঝালাপালা জীতু কমলের। প্রত্যেক বার হয় এড়িয়ে গিয়েছেন। নয় বলেছেন, কিছু হলে নিশ্চয়ই সবাই খবর পাবেন। তা বলে এভাবে সামাজিক মাধ্যমে প্রায় আমন্ত্রণপত্রের আদলে ঘোষণা! এতটাও ভাবতে পারেননি সাংবাদিকেরা। তাঁরা প্রথমে পোস্ট দেখে থতমত খেয়েছেন। তারপরেই ফোনের পরে ফোন। নিজের বিয়ের আভাস দিয়েই জীতু অধরা। ফোন বাজছে ফোনের মতোই। আজকাল ডট ইন যোগাযোগ করেছিল নবনীতার সঙ্গেও। তিনিও আকাশ থেকে পড়েছেন। তারপর বলেছেন, ‘‘জীতুর সঙ্গে কেবল কাগজপত্র সংক্রান্তই কথাই হয়। এর বাইরে কিচ্ছু জানি না। আমি ওর ইনস্টাগ্রাম দেখতেও পাই না।’’
এদিকে ফেসবুক বলছে, মার্চের শুরুতে নাকি সব কিছুর সূত্রপাত। সাদা-লালের মেশামেশি গামছা প্রিন্টের পাঞ্জাবি আর সাদা চোস্ত পাজামা পরে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়েছিলেন অভিনেতা। সেই ছবি সামাজিক পাতায় ভাগ করে নিয়ে নিজেই মন্তব্য করেছিলেন, ‘যাক, হয়ে গেল তা হলে...।’ সেদিনই খটকা লেগেছিল অনেকের। লাল-সাদা তো বিয়ের রং। তবু সে দিন কেউ কোনও মন্তব্য করেননি। জীতু বোমা ফাটালেন বৃহস্পতিবার সকালে। ইনস্টাগ্রাম স্টোরিতে লম্বা পোস্ট। সেখানেই ফাঁস করেছেন, তিনি নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন! সত্যি?
জীতু নিপাত্তা। তাঁর পোস্ট অনুযায়ী, ‘বহুদিন ধরে এই বিষয় নিয়ে আমায় অজস্র প্রশ্ন করা হয়েছে। অবশেষে ঠিক করলাম, উত্তর দেব।’ তারপরেই স্বীকারোক্তি। আজ পর্যন্ত তিনি তাঁর কোনও সম্পর্কই লুকোননি। তাঁর এও মনে হয়েছে, প্রেমিকার নিরাপত্তার কথা ভেবে এবং সম্পর্কের গোপনীয়তা রক্ষা করতে সব কিছু প্রকাশ্যে আনা উচিত নয়। তাই এতদিন তিনি কিছুই জানাননি। এবার সময় এসেছে জানানোর। গত সপ্তাহে তাঁরা ঘনিষ্ঠদের নিমন্ত্রণপত্র পাঠিয়েছেন। ২৫ মার্চ, দোলপূর্ণিমায় তাঁদের প্রেম পূর্ণতা পেতে চলেছে। ওই দিন তাঁরা বাগদান করবেন।
জীতুর পোস্ট অনুযায়ী, ‘সবটাই আচমকা ঘটে গিয়েছে। কিন্তু ঘটেছে। এবং আমার পরিবার খুবই খুশি। তাই আমিও...।’ তারপরেই মোচড়। তিনি জানিয়েছেন, এই পোস্টটি তিনি অন্যের থেকে চুরি করেছেন। জীবনটা বড্ড একঘেয়ে হয়ে গিয়েছে যে!
তাঁর লেখা শেষের দুটো বাক্য থেকেই দুই দলে বিভক্ত টলিউড। একদলের মতে, পুরোটাই রসিকতা। যা মাঝেমধ্যে করেই থাকেন অভিনেতা। দ্বিতীয় দল বিষয়টিকে এত সহজ ভাবে দেখতে রাজি নন। তাঁরা জানিয়েছেন, পুরোটাই এক ফন্টে লেখা। জীতু ধার করেছেন কিনা বোঝার উপায় নেই! হয়তো আসল ঘটনা এভাবেই তিনি প্রকাশ্যে আনলেন। অনুরাগী আরও একধাপ এগিয়ে। তাঁদের দাবি, আবার নাকি এক হচ্ছেন জীতু-নবনীতা। তারই প্রথম পদক্ষেপ। নবনীতাকে সে কথা জানাতেই হেসে ফেলেছেন। বলেছেন, ‘‘জীতুর সঙ্গে বসতে পারলে ভাল হত। তা হলে আলোচনায় জেনে নিতে পারতাম, ও কি সত্যিই এরকম কিছু ভাবছে?’’
নানান খবর
নানান খবর

‘ভয় পাস না মা, আমি আছি’, ঝুপড়ি থেকে কন্যাশিশু উদ্ধার করলেন দিশা পটানির দিদি!

Ramayana 2: সীতা বন্দি, নতুন রূপে রাম - রামায়ণের দ্বিতীয় পর্বে বদলে যাচ্ছে গল্পের ছন্দ? কবে থেকে শুরু শুটিং?

শরীর চাই, নাভি না দেখালে হিট নয়! মালবিকার মুখে দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্ধ যৌনতার ছবি

সলমনের বিয়ে হওয়া ফস্কেছিল একটুর জন্য! কীভাবে জানেন? সম্পর্কে ইতি টানলেন শুভমন-সারা?

Exclusive- “শিবপ্রসাদ শিশির ভাদুড়ী, আমরা চুনোপুটি!” ছবি মুক্তির আগেই আচমকা শিবপ্রসাদকে কেন এমন বললেন রাখি গুলজার?

দ্বিতীয় বিয়ের দেড় বছরের মধ্যেই বাবা হলেন সৌম্য চক্রবর্তী, পুত্র না কন্যা সন্তান এল গায়কের ঘরে?

আটকে গেল সলমন অভিনীত প্রথম বায়োপিক! বিয়ে না করেই ৪৯ বছরে অন্তঃসত্ত্বা আমিশা?

বেনারসে ঘনাল বিভীষিকা! 'বাপি-প্রমথ'কে নিয়ে কোন রহস্যভেদে 'একেন বাবু'? টিজারেই উঠল কৌতূহলের ঢেউ

ফিরছে অপরাজিতা-প্রিয়াঙ্কার জুটি, মা-মেয়ের কোন অজানা গল্পে ডুব দেবেন দুই অভিনেত্রী?

শেষ হল 'দেবী চৌধুরানী'র পোস্ট প্রোডাকশনের কাজ, কবে আসছে বড়পর্দায়? কী জানালেন শুভ্রজিৎ মিত্র?

শাহরুখ-সুহানার রাজপাটে বাজিমাৎ করতে আসছেন আরশাদ! ‘কিং’-এর গোপন অস্ত্রটা কি আসলে তিনি-ই?

রাখি গুলজারের পোশাক ছিঁড়তে গিয়েছিলেন রঞ্জিত! জানতে পেরেই কোন কড়া ব্যবস্থা নিয়েছিল তাঁর পরিবার?

Exclusive: ৬০ পেরিয়ে সাতপাকে দিলীপ! ‘দাম্পত্য কীভাবে সামলাবেন ভাবলেই মজা লাগছে’ শুভেচ্ছা জানালেন দীপঙ্কর-দোলন

'কেশরী ২'-তে অক্ষয়ের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ টুইঙ্কেল, গর্বে উচ্ছ্বসিত হয়ে কী বললেন 'খিলাড়ি' পত্নী?

‘তারকা’ হলে কী হবে, পারিশ্রমিক না কমালে কাজ পাবেন না! কোন তারকাদের সতর্কবার্তা সুজিতের?