রবিবার ০৮ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Chandannagar: জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে আরও রঙিন হয়ে উঠবে চন্দননগর: ইন্দ্রনীল সেন

Pallabi Ghosh | ৩১ অক্টোবর ২০২৩ ১২ : ৫৭Pallabi Ghosh


মিল্টন সেন, হুগলি: জগদ্ধাত্রী পুজোর কাউন্টডাউন শুরু হয়েছে। হাতে বাকি আর মাত্র কয়েক দিন। সেজে উঠছে আলোর খেলায় আর উৎসবের আনন্দে মেতে উঠবে চন্দননগর। রাজ্য থেকে দেশ তথা আন্তর্জাতিক স্তরেও আলোর শহর হিসেবে বিশেষ পরিচিতি রয়েছে চন্দননগরের। একইসঙ্গে জগদ্ধাত্রী পুজোর কারণেও বিশেষ ভাবে বিখ্যাত এই শহর। এ রাজ্যে নদিয়া জেলার কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর সুচনা করেছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্র রায়। কিন্তু বিগত বছর গুলোতে ধারে ভারে কৃষ্ণনগরকে পিছনে ফেলে বেশ অনেকটাই এগিয়ে এসেছে চন্দননগর। বিখ্যাত চন্দননগরের কুড়ি থেকে পঁচিশ কোথাও ত্রিশ ফুটের প্রতিমা, সঙ্গে মানানসই চালচিত্র ও ডাকের সাজ। অপূর্ব সাজে সজ্জিত মণ্ডপ আর বিখ্যাত আলোক শিল্পীদের তৈরি নানা আলোর কারসাজি। সম্প্রতি চন্দননগরের বেশ কিছু পুজতে দেখা গেছে থিমের মণ্ডপের রেওয়াজ। তবুও সাবেকি ডাকের সাজের প্রতিমা দেখতেই লাখো মানুষের ভিড় জমে পুজোর কয়েক দিন। উৎসবে সামিল হন দূর দূরান্ত থেকে লক্ষাধিক দর্শনার্থী। তাই আগে থেকেই শহরের নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি সুষ্ঠ ভাবে পুজো সম্পন্ন করতে প্রস্তুত জেলা প্রশাসন। মঙ্গলবার প্রশাসনিক উদ্যোগে চন্দননগর রবীন্দ্র ভবনে এক উচ্চপর্যায়ের বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা প্রশাসন থেকে শুরু করে পুলিশ কমিশনারেট, বিদ্যুৎ দপ্তর, পুরনিগম, অগ্নিনির্বাপণ এবং পরিবেশ দপ্তরের পদস্থ আধিকারিকেরা। ছিলেন রাজ্যের মন্ত্রী তথা চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেন, জেলাশাসক মুক্তা আর্য্য, পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, ডিসি হেডকোয়ার্টার ঈশানি পাল, আইসি চন্দননগর শুভেন্দু ব্যানার্জি, আইসি ভদ্রেশ্বর কৌশিক ব্যানার্জি, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল সহ প্রশাসনের পদস্থ আধিকারিক এবং পুজো উদ্যোক্তারা। শুরুতেই অনলাইনে পুজো এবং ফায়ার বা বিদ্যুতের অনুমোদন প্রসঙ্গে পুজো উদ্যোক্তাদের বুঝিয়ে দেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরা। সকলের সামনে পরিষ্কার করে দেওয়া হয় নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি। এদিন মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেছেন, এবছর আরও পরিণত, উন্নত, সুষ্ঠভাবে উৎসব পালন করা হবে। পাশাপাশি আরও রঙিন হয়ে উঠবে জগদ্ধাত্রী শোভাযাত্রা। মন্ত্রী আরও বলেন, জগদ্ধাত্রী শোভাযাত্রায় কয়েক ঘণ্টা টানা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে থাকে শহর। আগামী দিনে আর সেই সমস্যা থাকবে না। শহর বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে না। আন্ডার গ্রাউন্ড কেবলিং এর কাজ শুরু হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই কাজের জন্য ১০৪ কোটি টাকা বরাদ্দ করেছেন। দ্রুততার সঙ্গে কাজ চলছে। তিনি আশাবাদী আগামী বছর উৎসবের আগে গোটা শহরকে বিদ্যুতের তার মুক্ত করে তোলা সম্ভব হবে। পুজোয় বহু বিদেশি পর্যটক আসবেন। সব মিলিয়ে উৎসবকে কেন্দ্র করে আরও অনেক রঙিন হয়ে উঠবে চন্দননগর।
ছবি: পার্থ রাহা




বিশেষ খবর

নানান খবর

সংগ্রহ করুন... #aajkaalonline #pujovibes #durgapuja #DurgaPuja2024

নানান খবর

রানাঘাটে বিজেপির কর্মসূচিতে অবরুদ্ধ জাতীয় সড়ক, অ্যাম্বুল্যান্সে মৃত্যু গর্ভবতী তরুণীর ...

চাকরির প্রতিশ্রুতি দিয়ে আদিবাসীদের জমি হাতানো! অভিযোগ বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে...

সিদ্ধিদাতা বন্দনা ও মিলনমেলা অভিনব আয়োজন বাগুইআটির নারায়ণতলা পশ্চিম অধিবাসীবৃন্দের...

মহিলা সুরক্ষায় শুরু ' অপরাজিতা : দ্য আনডিফিটেড'...

শীঘ্রই আসছে...

তুমুল বৃষ্টিতে ছারখার হবে দক্ষিণবঙ্গ! ফের ঘনাচ্ছে দুর্যোগ, আগাম সতর্কবার্তা মৌসম ভবনের ...

RG Kar Hospital: বিনা চিকিৎসায় তিন ঘণ্টা পড়ে রইলেন যুবক, আরজি করেই মৃত্যু...

Asansol: গাড়ি দাঁড় করিয়ে ব্যবসায়ীর কোটি টাকা লুঠ, আসানসোলে গ্রেপ্তার তিন পুলিশকর্মী...

হুগলির দুই জায়গায় ইডির তল্লাশি, চাঞ্চল্য স্থানীয়দের মধ্যে ...

বানারহাটে হাতির হানায় মৃত্যু, পরিবারকে ক্ষতিপূরণ বনদপ্তরের...

জাতীয় স্তরে ই–গভর্নেন্সে স্বর্ণপদক চন্দননগর কমিশনারেটের ...

ঝুঁকি এড়াতে এবার গ্রামীণ হাসপাতালেও তৈরি হল পুলিশ ক্যাম্প ...

বিমানবন্দরে যাত্রীর ব্যাগে রিভলভার ও কার্তুজ, মুম্বাইগামী বিমানে ওঠার আগে গ্রেপ্তার ২...

বাড়ি ফেরার পথে নিগৃহীতা তিন স্কুলছাত্রী, রাস্তাতেই হেনস্থা ও মারধরের অভিযোগ ...

উত্তরবঙ্গের ৩৫০জন কৃতী পড়ুয়াকে সংবর্ধনা দিল টেকনো ইন্ডিয়া গ্রুপ...

আচমকাই ছুটে এল গুলি, হতচকিত সকলেই, মৃত্যু এক নাবালিকার...



রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



10 23