রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৪ মার্চ ২০২৪ ১৮ : ৫২Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: জাতিগত শংসাপত্র জাল করে পঞ্চায়েত ভোটে লড়ার জন্য মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান কুসুম সাহা তাঁর পদ খোয়াতে পারেন। ইতিমধ্যে জঙ্গিপুর মহকুমা শাসক এই বিষয়ে তদন্ত শেষ করে তাঁর রিপোর্ট মুর্শিদাবাদের জেলাশাসককে পাঠিয়ে দিয়েছে বলেই খবর সূত্রের। জেলা প্রশাসনের এক শীর্ষ আধিকারিক জানান, জেলাশাসককে পাঠানো চিঠিতে মহকুমা শাসক জানিয়েছেন পঞ্চায়েত প্রধান কুসুম সাহা জনৈক ভবেশ সাহার নথি জাল করে তাঁর জাতিগত শংসাপত্রটি পেয়েছেন। তাই ৩১ মার্চ ২০২৩ সালে ইস্যু হওয়া কুসুম সাহার ওবিসি শংসাপত্রটি বাতিল করা হচ্ছে।
গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী কুসুম সাহা বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের ১৬ নম্বর সংসদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বাম প্রার্থী হিমাংশু শেখর সাহাকে পরাজিত করেন এবং পরবর্তীকালে তিনিই ওবিসি সদস্যদের জন্য সংরক্ষিত বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন। এরপরই পরাজিত বাম প্রার্থী হিমাংশু প্রশাসনের কাছে অভিযোগ করেন কুসুমদেবীর পৈতৃক বাড়ি বিহারে এবং তিনি তাঁর জাতিগত ওবিসি শংসাপত্রটি জাল করে পঞ্চায়েত ভোটে লড়েছেন।
হিমাংশুবাবুর কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর জঙ্গিপুর মহকুমা শাসকের নির্দেশের একটি তদন্ত শুরু হয়। তদন্তে জানা যায় কুসুমদেবী অবৈধভাবে তাঁর ওবিসি শংসাপত্রটি পরিমার্জন অথবা জাল করেছেন।
গতবছর নভেম্বর মাসে জঙ্গিপুরের মহকুমাশাসক কুসুম সাহাকে ওবিসি সার্টিফিকেট জাল করার জন্য "শোকজ" করেন এবং তাঁকে নিজের ওবিসি শংসাপত্রটি জমা করে দেওয়ার জন্য। তদন্তে কুসুম সাহা দোষী প্রমাণিত হওয়ায় মুর্শিদাবাদ জেলা প্রশাসন ইতিমধ্যে তাঁর জাতিগত শংসাপত্রটি বাতিল করেছে।
হিমাংশুবাবু জানান," কুসুমদেবীর বাড়ি বিহারে। তাঁর বিয়ে হয়েছে ফরাক্কার বাসিন্দা জনৈক নারায়ণ সাহার সাথে। নারায়ণবাবুর এক দূর সম্পর্কের ভাইপো ভবেশ সাহাকে কুসুমদেবী নিজের ভাই হিসেবে দেখিয়ে পশ্চিমবঙ্গে জাল ওবিসি শংসাপত্র তৈরি করে পঞ্চায়েত নির্বাচনে লড়েছেন ।" প্রশাসনের এক শীর্ষ আধিকারিক বলেন, কুসুম সাহা যে ওবিসি শংসাপত্রটি জমা করে পঞ্চায়েত ভোটে লড়েছিলেন সেখানে ভবেশ সাহার বাবার নাম লেখা রয়েছে কালীপ্রসাদ সাহা। কিন্তু সরকারি পোর্টালে ভবেশ সাহার বাবা হিসেবে জনৈক নাম ক্ষিতিশ চন্দ্র সাহার নাম রয়েছে। এই নথি সামনে আসার পর এসডিও (জঙ্গিপুর) কুসুম সাহাকে "শোকজ" করেন।
হিমাংশু বলেন," পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ওবিসি শংসাপত্রটি জাল করার অভিযোগ আনার পর আমাকে বহুবার খুনের হুমকি দেওয়া হয়েছে। এমনকি আমাকে এটি মিথ্যা মামলায় ফাঁসিয়ে এগারো দিন জেলেও রাখা হয়। আজ আমি জানতে পেরেছি প্রশাসন কুসুমদেবীর ওবিসি শংসাপত্রটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। প্রশাসনের এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। "
অন্যদিকে গোটা বিষয়টি নিয়ে কুসুম সাহাকে ফোন করা হলে তিনি বলেন, "প্রশাসনের কাছ থেকে আমি এখনও এই মর্মে কোনও চিঠি পাইনি। তবে আমার জাতিগত শংসাপত্র বাতিল করলে আমি প্রশাসনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কোর্টে মামলা করব। " ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন," আমরা শুনেছি উনার ওবিসি শংসাপত্রটি নিয়ে একটি জটিলতা তৈরি হয়েছে। এ ক্ষেত্রে আইন আইনের পথেই চলবে।"
নানান খবর
নানান খবর

লেডিস স্পেশালে পুরুষদের কামরা ভাগ করে দিল রেল, কোন কোন কোচে ওঠা যাবে জেনে নিন

দিনহাটায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাশকতার ছক নাকি অন্য কোনও উদ্দেশ্য?

জাফরাবাদে নিহত পিতা-পুত্রের পরিবারের পাশে শাসক দল তৃণমূল, সন্তানদের পড়ানোর দায়িত্ব নিলেন দুই সাংসদ

সূর্যের হাসি এখন বাঁকুড়ার লাল মাটিতে, সূর্যমুখী চাষে কৃষিতে নতুন জোয়ার

প্রীতিভোজের আসরে পুলিশ পৌঁছতেই বেপাত্তা বরের বাড়ির লোকজন, কনে গেল 'হোম'-এ, কারণ কী?

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

দিনহাটায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাশকতার ছক নাকি অন্য কোনও উদ্দেশ্য?

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল! তা নিয়ে দু’পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা